SSC পরীক্ষা - 2023
বাংলা ২য় পত্র - 102
শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড
ক. মাছার উপরে নীল আকাশ
খ. আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা
গ. মন দিয়ে লেখাপড়া করা দরকার
ঘ. হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি
ক. বিকল্প
খ. বিরোধ
গ. সাধারণ
ঘ. সাপেক্ষ
ক. পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।
খ. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
গ. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।
ঘ. যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।
ক. হাজাত
খ. কদবেল
গ. নিমরাজি
ঘ. গরহাজির
ক. ঠোঁট কাটা
খ. ভূঁইফোঁড়
গ. গোঁফ খেজুরে
ঘ. খয়ের খাঁ
ক. প্রযোজক
খ. সরল
গ. সংযোগ
ঘ. যৌগিক
ক. নেতিবাচক
খ. কালবাচক
গ. ধরণবাচক
ঘ. স্থানবাচক
ক. সম্বন্ধ
খ. অধিকরণ
গ. অপাদান
ঘ. কর্ম
ক. তারা বাড়িটি তৈরি করেছে।
খ. চিঠিটা পড়া হয়েছে।
গ. এবার বাঁশিটি বাজাও।
ঘ. আমার যাওয়া হলো না।
ক. অনুজ্ঞাবাচক
খ. প্রশ্নবাচক
গ. বিবৃতিবাচক
ঘ. আবেগবাচক
ক. "বাহ্" চমৎকার লিখেছ।
খ. "বেশ", তবে যাওয়াই যাক।
গ. "যাকগে", ওসব কথা থাক।
ঘ. "হায়-হায়"! ওর এখন কি হবে!