SSC পরীক্ষা - 2016
বাংলা ২য় পত্র - 102
শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড
ক. জিহ্বা ও ওষ্ঠ
খ. কণ্ঠ ও জিহ্বামূল
গ. অগ্র তালু
ঘ. অগ্র দন্তমূল
ক. অন্ত্যে
খ. আদিতে
গ. মধ্যে
ঘ. অন্ত্যে ও মধ্যে
ক. সুগম
খ. সুসাধ্য
গ. সুচরিত্র
ঘ. সুনিপুণ
ক. √উক + ত
খ. √উ + ক্ত
গ. √বচ্ + ক্ত
ঘ. √ব + ক্ত
ক. অরুণরাঙা
খ. চন্দ্রমুখ
গ. মনমাঝি
ঘ. ক্রোধানল
৯। "পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির"-এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
[ Raj-19 | Chit-16 | Jess-20 ]
ক. ভাবের গভীরতা
খ. পৌনঃপুনিকতা
গ. অনুভূতি বা ভাব
ঘ. বিশেষণ
ক. বিশেষণে
খ. অব্যয়ে
গ. সর্বনামে
ঘ. বিশেষ্যে
ক. গুণবাচক
খ. রূপবাচক
গ. ভাববাচক
ঘ. উপাদানবাচক
ক. সাপেক্ষ
খ. অনুজ্ঞা
গ. আকাঙ্ক্ষা
ঘ. নির্দেশক
ক. নিরন্তরতা
খ. কার্য সমাপ্তি
গ. অভ্যস্ততা
ঘ. আকস্মিকতা
১৬। "আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।"- এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক?
[ Din-22 | Raj-22 | Bari-200 | Chit-16 | Comi-16, 22 | Syl-19 ]
ক. সক্ষমতা
খ. একদেশিক
গ. নিকটে
ঘ. ব্যাপ্তি
ক. নির্দিষ্টতা
খ. অনির্দিষ্টতা
গ. নিরর্থক
ঘ. বাহুল্যভাব
ক. মিশ্র বাক্য
খ. সরল বাক্য
গ. সাধারণ বাক্য
ঘ. যৌগিক বাক্য
ক. কর্মে ২য়া
খ. করণে শূন্য
গ. কর্তায় ১মা
ঘ. করণে ৩য়া
ক. রাজার রাজ্য
খ. দেশের লোক
গ. বাটির দুধ
ঘ. রোজার ছুটি
ক. বাঁশি বাজে এ মধুর লগনে
খ. আমার যাওয়া হবে না।
গ. এ পথে চলা যায় না।
ঘ. এবার ট্রেনে ওঠা যাক
ক. লোকটি বলল যে, পাখিটি চমৎকার
খ. লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার
গ. লোকটি উচ্চস্বরে বলল যে, পাখিটি চমৎকার
ঘ. লোকটি নির্বিকারভাবে বলল যে, পাখিটি চমৎকার
ক. পক্ষপাতিত্ব
খ. সৌভাগ্য লাভ
গ. চুরি করা
ঘ. নষ্ট করা