SSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড
ক. অনুগ্রহ
খ. সাধুতা
গ. মহত্ত্ব
ঘ. ত্যাগ
৩। “আমায় বামুনদি বলো না খোকা। শুধু দিদি বোলো।"- এ উক্তিতে মমতাদি চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
[ Raj-19 ]
ক. স্নেহশীলতা
খ. সংকোচ ভাব
গ. সরলতা
ঘ. আত্মমর্যাদাবোধ
ক. আত্মসম্মানের কারণে
খ. অহংকার বশে
গ. নির্যাতনের ভয়ে
ঘ. মঞ্জুর হবে না বলে
ক. সৃজনশীলতা
খ. সৌন্দর্য সৃষ্টি
গ. আনন্দ দান
ঘ. নান্দনিকতা
ক. অবজ্ঞা
খ. তীব্র ঘৃণা
গ. শত্রুতা
ঘ. মাতৃভাষা প্রীতি
ক. ক খ খ ক ক খ খ ক
খ. ক খ ক খ ক খ খ ক
গ. ক খ খ গ ক খ খ গ
ঘ. ক খ ক খ ক খ ক খ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
(i) পৃথিবীতে সব কিছু জীর্ণ হয়, হারিয়ে যায়, প্রাচীন সভ্যতা নিশ্চিহ্ন হয়, বিমূঢ় লোকালয় নিঃশেষ হয়।
(ii) অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই। সমুদ্র সর্বদা স্বতন্ত্র এবং নিশ্চিন্ত
ক. সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
খ. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
গ. চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
ঘ. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
ক. প্রকৃতি নিরন্তন
খ. সময় বহমান
গ. মৃত্যু অনিবার্য
ঘ. সভ্যতা ক্ষণস্থায়ী
ক. অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ
খ. ক্ষুধা-দারিদ্র্যের দুঃসহ যন্ত্রণা
গ. শৈশব-কৈশোরের দুরন্তপনা
ঘ. রুগণ ছেলের রোগমুক্তির প্রত্যাশা
ক. দস্যুর আক্রমণ
খ. চিঠির বোঝা
গ. কালো রাত
ঘ. সূর্য ওঠা
ক. জোয়ান কৃষক
খ. সাহসী লোক
গ. তেজি তরুণ
ঘ. দক্ষ মাঝি
ক. মতিউর
খ. বুধা
গ. কুন্তি
ঘ. আলী
ক. শাহবাজপুর
খ. রেশমপুর
গ. ডেমরা
ঘ. সুনামগঞ্জ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাজারে এক পাশে অনেক মানুষের জমায়েত দেখে এগিয়ে যান রহমান সাহেব। দেখেন একটি প্রতিবন্ধী কিশোরকে অনেকে বিরক্ত করছে। কেউ কেউ আবার মজা করছে। তিনি কিশোরটিকে বাড়িতে নিয়ে আসেন। তার বড় ছেলে রজত কিশোরটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে রহমান সাহেব বলেন, “এত বাড়াবাড়ির দরকার নেই।” “এদেরকে সঠিকভাবে চিকিৎসা দিলে এরা স্বাভাবিক জীবন স্রোতে ফিরে আসতে পারে।” এ কথা বলে রজত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
ক. তাহেরা
খ. খোদেজা
গ. হাতেম আলি
ঘ. হাশেম আলি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii