আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লালন শাহ্ মানবতাবাদী মরমি কবি। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন।

ক. i, ii

খ. i, iii

গ. ii, iii

ঘ. i, ii, iii

ক. পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়

খ. শিক্ষা কেউ কাউকে দিতে পারে না

গ. যিনি যথার্থ গুরু তিনি শিষের আত্মাকে উদ্বোধিত করেন

ঘ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

ক. ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ

খ. অন্নবস্ত্রের প্রাচুর্যেট চেয়েও মুক্তি বড়

গ. অর্থ সাধনাযই জীবন সাধনা নয়

ঘ. মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অবসাদে ঘুম নেমে এলে
আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।

ক. নদীর প্রতি অনুরাগ

খ. স্মৃতি কাতরতা

গ. স্বদেশ প্রেম

ঘ. নদীর প্রতি মিনতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

ক. নিশার স্বপন

খ. শৈবালের নীর

গ. কুসুমিত কানন

ঘ. সমরাঙ্গন

ক. সভ্যতার

খ. স্বপ্নের

গ. মানুষের

ঘ. ঐতিহ্যের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর-
পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচেনা এবার আর।

ক. সর্বজয়ার

খ. জমিলার

গ. অভাগীর

ঘ. পল্লিমায়ের

ক. স্বাধীনতাকে

খ. মানচিত্রকে

গ. পতাকাকে

ঘ. মুক্তিযুদ্ধকে

ক. সাহিত্যিক ঐতিহ্য

খ. সাংস্কৃতিক ঐতিহ্য

গ. সংগ্রামী চেতনা

ঘ. অসাম্প্রদায়িক চেতনা

ক. মানিকরতন

খ. সোনাবাবা

গ. ছন্নছাড়া

ঘ. গোবররাজা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।

ক. রাজাকারদের তাণ্ডব

খ. হানাদার বাহিনীর নৃশংসতা

গ. স্বাধীনতার আগমনী বার্তা

ঘ. মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ

২১। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

[ Raj-19 | Bari-19 | Comi-15 | Dha-15 | Jess-15 | Syl-16 ]


ক. শাহবাজপুর

খ. রেশমপুর

গ. ডেমরা

ঘ. সুনামগঞ্জ

ক. নয়

খ. সাত

গ. পাঁচ

ঘ. তিন

ক. ন্যায়বোধ

খ. ব্যক্তিত্ব

গ. মানবিক মূল্যবোধ

ঘ. আত্মমর্যাদা

ক. হকিকুল্লাহ

খ. হাতেম আলি

গ. খোদেজা

ঘ. তাহেরা

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি