SSC পরীক্ষা - 2017
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড
ক. শিক্ষাব্যবস্থার
খ. শিক্ষা প্রতিষ্ঠানের
গ. সাহিত্যের
ঘ. শিক্ষার্থীর
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জয়গুনের সংসারে নিত্য আগুন -
নুন আনতে পান্তা ফুরায়
পান্তা আনতে নুন।
২। উদ্দীপকের জয়গুনের সংসারচিত্র "আম-আঁটির ভেঁপু" গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে?
[ Din-17 ]
ক. অতবড় মেয়ে, বলে বোঝাবো কত
খ. আর এদিকে রাজ্যে দেনা
গ. একলা নিজে কত দিকে যাবো
ঘ. তোমাদের রাতদিন খিদে আর রাতদিন ফাই-ফারমাজ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ব্রজাঙ্গনা কাব্য
খ. বীরাঙ্গনা কাব্য
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. তিলোত্তমাসম্ভব কাব্য
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে
আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।”
ক. সংগ্রামী চেতনা
খ. অমরত্বের প্রত্যাশা
গ. আত্মকেন্দ্রিকতা
ঘ. দায়িত্বশীলতা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. উলঙ্গ কৃষক
খ. করুণ কেরানি
গ. লোহার শ্রমিক
ঘ. বিদ্রোহী শ্রোতা
ক. প্রতিশোধ নিতে
খ. প্রতিহিংসায়
গ. ফুলকলিকে বাঁচতে
ঘ. ব্যক্তিস্বার্থে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাজারের ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না দেখে কিশোর রবিন দৌড়ে এসে বৃদ্ধ তমিজ উদ্দীনের হাত থেকে ব্যাগ নিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেয়।
ক. কর্তব্যবোধ
খ. নির্ভীকতা
গ. দেশপ্রেম
ঘ. আত্মমর্যাদাবোধ
ক. পুরুষের সাথে কথা বলেছে
খ. পীর সাহেব কে মেনে নেয়নি
গ. পালিয়ে এসেছে
ঘ. পীর সাহেবের সাথে বিতর্ক করেছে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
গ্রামের রাস্তা নির্মাণে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে চাইলে গ্রামবাসী সম্মিলিতভাবে এর বিরোধিতা করে। অবশেষে ঠিকাদার মানসমাত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণে বাধ্য হয়।
ক. বহিপীর
খ. হাতেম
গ. তাহেরা
ঘ. খোদেজা
১৬। উক্ত চরিত্রে লক্ষ করা যায়-
(i) মানবিকতার পরিচয় ii, অধিকার সচেতনতা
(iii) অনমনীয় দৃষ্টিভঙ্গী
[ Din-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. স্নেহের কারণে
খ. পরিচিত হওয়ায়
গ. আশ্রয় চাওয়ায়
ঘ. স্বামীর পরামর্শে