SSC পরীক্ষা - 2018
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - 154
শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস-ম্যাক্সওয়েল
ঘ. বিলগেটস
ক. টিম বার্নাস লি
খ. বিল গেটস
গ. মার্ক জুকার বার্গ
ঘ. স্টিভ জবস
ক. ই-পুর্জি
খ. ই-ট্রেড
গ. ই-ক্রিকেট
ঘ. ই-কমার্স
৪। সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এ ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে?
[ সকল বোর্ড-18 ]
ক. ভার্চুয়াল ক্লাস
খ. ই-লার্নিং
গ. ই-ক্লাস
ঘ. ই-টকিং
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। রায়হান একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখল যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছেনা।
ক. পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়েছে
খ. সিপিও কুলার ফ্যানটি নষ্ট হয়েছে
গ. র্যামে কোন সমস্যা হয়েছে
ঘ. হার্ডডিক্সে সমস্যা হয়েছে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ভাইরাস
খ. অ্যান্টিভাইরাস
গ. পাসওয়ার্ড
ঘ. মাউস পয়েন্টার
ক. সফটওয়্যার
খ. বিদ্যুৎ
গ. হার্ডওয়্যার
ঘ. ডাটা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ছবি
খ. টেক্সট
গ. ভিডিও
ঘ. এনিমেটেড ছবি
১২। স্মার্ট ই-বুক এর বৈশিষ্ট্য হলো-
(i) কুইজসহ কুইজের উত্তর থাকে
(ii) অডিও ও ভিডিও এবং এনিমেশন থাকে
(iii) এগুলি এইচটিএমএল ফরমেটে থাকে
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. লাইভ ভিডিও
খ. লাইভ ব্রডকাস্ট
গ. ভিডিও স্ট্রিমিং
ঘ. লাইভ টেলিকাস্ট
ক. Open
খ. New
গ. Save
ঘ. Save as
ক. শিফট কী
খ. কন্ট্রোল কী
গ. এন্টার কী
ঘ. ডাউন এ্যারো কী
ক. F2
খ. F5
গ. F7
ঘ. F9
ক. বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ
খ. ছোট ছবির ক্ষুদ্র সংরক্ষণ
গ. ছোট ছবির বড় সংরক্ষণ
ঘ. ছোট ছবির আংশিক সংরক্ষণ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০। ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হবে?
[ সকল বোর্ড-18 ]
ক. File → Group
খ. Object → Group
গ. Window → Group
ঘ. Edit → Group
২১। মাল্টিমিডিয়ার প্রয়োগ-
(i) হিসাবের কাজকে সহজ করেছে
(ii) মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
(iii) বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করেছে
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii