SSC পরীক্ষা - 2015
জীববিজ্ঞান - 138
শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড
ক. Oryza sativa
খ. Artocarpas heterophyllus
গ. Periplaneta americana
ঘ. Vibrio cholerae
ক. অ্যামিবা
খ. ডায়াটম
গ. পেনিসিলিয়াম
ঘ. প্যারামেসিয়াম
ক. দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে
খ. কোষগুলো মাকু আকৃতির
গ. ইন্টারক্যালেটেড ডিস্ক আছে
ঘ. প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে অংশ নেয়
৫। সালোকসংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত?
[ Raj-15 | Chit-20 | Dha-19 | Jess-20 ]
ক. 22° - 35°C
খ. 27° - 40°C
গ. 32° - 45°C
ঘ. 37° - 50°C
ক. অক্সিজেন
খ. গ্লুকোজ
গ. পানি
ঘ. হাইড্রোজেন
ক. ৬ অণু পানি উৎপন্ন হয়
খ. ল্যাকটিক এসিড উৎপন্ন হয়
গ. এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়
ঘ. ৩৮টি ATP উৎপন্ন হয়
ক. বোরণ
খ. সালফার
গ. ফসফরাস
ঘ. লৌহ
ক. ৪ : ২ : ১
খ. ৪ : ১ : ১
গ. ৪ : ১ : ২
ঘ. ৪ : ২ : ২
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
৩৫ বছর বয়সী কামরুল সাহেবের উচ্চতা ১৫০ সে.মি. এবং ওজন ৭০ কেজি।
ক. ২০.৫
খ. ৩১.১
গ. ৪৬.৬
ঘ. ৫০
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. আলো, পত্ররন্ধ্র
খ. পত্ররন্ধ্র, পাতার সংখ্যা
গ. তাপমাত্রা, আলো
ঘ. তাপমাত্রা, পাতার সংখ্যা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭। রানা "O" গ্রুপ রক্তধারী একটি ছেলে। তাকে কোন গ্রুপের রক্তধারী ব্যক্তি রক্ত দিতে পারবে?
[ Raj-15 ]
ক. A
খ. B
গ. AB
ঘ. O
ক. ইউরিক এসিড
খ. ক্রিয়েটিনিন
গ. ইউরিয়া
ঘ. অ্যামোনিয়া
ক. যকৃত
খ. ইউরেটার
গ. অগ্ন্যাশয়
ঘ. বৃক্ক
ক. ১৯৪৯
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৫৩
ক. জিন
খ. কোষ
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. ক্রোমোজোম
ক. XX
খ. XY
গ. YY
ঘ. YZ