SSC পরীক্ষা - 2017
জীববিজ্ঞান - 138
শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড
ক. De Planties
খ. Species Plantarum
গ. Systema Nature
ঘ. Phylogenic Taxonomy
২। প্রাটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো-
(i) কনজুগেশন
(ii) মাইটোসিস
(iii) মিয়োসিস
[ Chit-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬। খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো-
(i) সোডিয়াম বাই সালফেট
(ii) ডিডিটি
(iii) ক্যালসিয়াম এপারনেট
[ Chit-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. গ্লোমেরুলাস
খ. ক্যাপসুল
গ. সংগ্রহক নালিকা
ঘ. প্যাপিলা
৮। বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি—
(i) ইউরেটেরোস্কোপিক পদ্ধতি
(ii) আল্ট্রাসনিক লিথট্রিপসি পদ্ধতি
(iii) অস্ত্রোপচার
[ Chit-16, 17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. লাল-সবুজ
খ. লাল-নীল
গ. লাল-আসমানী
ঘ. লাল -বেগুনি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
শেলীর ৬ বছর পূর্বে বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিনটি কন্যা সন্তান হয়েছে। এ নিয়ে স্বামী ও শাশুড়ী সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে। অতঃপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের সঠিক কারণ ব্যাখ্যা করেন।
ক. শেলী নিজে
খ. শেলীর স্বামী
গ. তার শাশুড়ী
ঘ. নিয়তি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii