SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড
ক. ঘরে
খ. জাদুঘরে
গ. লাইব্রেরীতে
ঘ. গুহায়
ক. পথের পাঁচালী
খ. অপরাজিত
গ. ইছামতি
ঘ. আরণ্যক
ক. পাতাকে
খ. ফুলকে
গ. কাণ্ডকে
ঘ. ডালকে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ধনাঢ্য ব্যবসায়ী আমজাদ সাহেবের ছেলে বিপ্লব প্রকৃত শিক্ষা অর্জনে আগ্রহী কিন্তু অর্থলিপ্সু বাবা তা পছন্দ করেন না। তিনি চান ছেলে কোনমতে কোন একটা সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তার ব্যবসা দেখাশুনা করুক।
৫। উদ্দীপকের বিপ্লবের মানসিকতার সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো, বিপ্লব-
[ Dha-15 ]
ক. অন্ন চিন্তা থেকে মুক্তি পেতে চায়
খ. মানব সত্তার ঘরে উন্নীত হতে চায়
গ. বাইরের আলো হওয়ার সাধ পেতে চায়
ঘ. মনুষ্যত্বের আহবানে সারা দিয়েছে
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
ক. সোমবার
খ. মঙ্গলবার
গ. বুধবার
ঘ. বৃহস্পতিবার
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
পৌষের কাছাকাছি
রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো?
ক. আত্মনিবেদন
খ. স্মৃতিকাতরতা
গ. দেশপ্রেম
ঘ. প্রকৃতিপ্রেম
ক. সতত তোমার কথা ভাবি এ বিরলে
খ. আরকি হে হবে দেখা? যতদিন যাবে
গ. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
ঘ. জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে
ক. সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে
খ. কর যুদ্ধ বীর্যবাণ যায় যাবে যাক প্রাণ
গ. সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা
ঘ. করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
‘বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়াছিল তব ধারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াতে তারে’
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. প্রাকৃতিক সৌন্দর্য
খ. প্রাকৃতির রহস্যময়তা
গ. মানুষের স্বপ্নময়তা
ঘ. প্রকৃতি শাশ্বত রূপের
ক. রহিমের
খ. করিমের
গ. আজিজের
ঘ. কৃষাণ ছেলের
ক. দগ্ধ ঘরে
খ. পথের ধারে
গ. বাস্তুভিটায়
ঘ. ভগ্নস্তুপে
ক. i
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. সংগ্রামী চেতনা
খ. প্রতিবাদ
গ. বিদ্রোহী
ঘ. প্রতিরোধ
ক. পরাধীনতাকে
খ. ক্ষুধাকে
গ. হিংস্রতাকে
ঘ. হিংসাকে
ক. শাহবাজপুর
খ. রেশমপুর
গ. ডেমরা
ঘ. সুনামগঞ্জ
ক. কাহিনী
খ. সংলাপ
গ. চরিত্র
ঘ. পরিবেশ
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii