আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

SSC পরীক্ষা - 2020
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

ক. মুশরিক

খ. কাফির

গ. মুনাফিক

ঘ. ফাসিক

ক. তিন

খ. চার

গ. পাঁচ

ঘ. সাত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সিফাত তার বন্ধু শিতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়। দিবো-দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায়। কিন্তু তা ফেরত দেয় না। শিতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়। এক পর্যায়ে সে তাঁর কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে।

ক. কুফর

খ. ফিতনা

গ. নিফাক

ঘ. হাসাদ

ক. মিথ্যাবাদী

খ. আমানতের খিয়ানতকারী

গ. গায়ে পড়ে ঝগড়াকারী

ঘ. তাওহিদে অবিশ্বাসী

ক. পরীক্ষার জন্য

খ. বিভিন্ন সৃষ্টির কল্যাণে

গ. সৃষ্টির বৈচিত্র্যতা রক্ষায়

ঘ. সামগ্রিক কল্যাণের জন্য

৮। শরীয়তের উৎস কয়টি ?

[ সকল বোর্ড-17 | Dha-20 | Mym-20 ]


ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান। প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দু' একটির বেশি খেতে পারেন না। কারণ চোর এসে চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী রফিক সাহেব ঔষধের দোকান করেন। তিনি অশিক্ষিত ও শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ঔষধ বিক্রয় করেন। কাউকে ঠকান না।

ক. নিয়তের বিশুদ্ধতা

খ. পরোপকার

গ. সৃষ্টির সেবা

ঘ. সাদকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান। প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দু" একটির বেশি খেতে পারেন না। কারণ চোর এসে চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী রফিক সাহেব ঔষধের দোকান করেন। তিনি অশিক্ষিত ও শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ঔষধ বিক্রয় করেন। কাউকে ঠকান না।

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

ক. সহিহ বুখারি

খ. সহিহ মুসলিম

গ. সুনানে নাসাঈ

ঘ. জামি তিরমিযি

ক. আবু বকর (রা.)

খ. উমর (রা.)

গ. উসমান (রা.)

ঘ. আলি (রা.)

ক. উহুদ

খ. ইয়ামামা

গ. খায়বার

ঘ. তাবুক

ক. সার্বজনীন

খ. সন্দেহমুক্ত

গ. দিক নির্দেশক

ঘ. সর্বশেষ কিতাব

ক. বুখারী

খ. মুসলিম

গ. বায়হাকি

ঘ. তিরমিযি

ক. হজ

খ. সাওম

গ. সালাত

ঘ. যাকাত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিঃ আব্দুল খালেক একজন চাষী। তার প্রতিবেশী রিফাতও চাষ করে। মিঃ খালেকের ফসল ভাল হওয়া দেখে রিফাত ভীষণ মন খারাপ করে। সুযোগ বুঝে মিঃ খালেকের ফসলের ক্ষতি সাধন করে।

ক. ফিতনা

খ. হিংসা

গ. লোভ

ঘ. ক্রোধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই।

ক. ওয়াদা পালন

খ. আত্মশুদ্ধি

গ. ভাতৃত্ববোধ

ঘ. আমানত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করেন। সরকার তাকে পুরস্কৃতও করেন। আর তাঁর পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজের নারী শিক্ষার্থীদের জন্য একটি কমনরুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন।

ক. কর্তব্যপরায়ণতা

খ. স্বদেশপ্রেম

গ. আমানত

ঘ. তাকওয়া

ক. তাকওয়া

খ. শালীনতা

গ. আমানত

ঘ. সত্যবাদিতা

ক. নারীদের প্রতি শালীন আচরণ

খ. স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার

গ. সম্পদে নারী-পুরুষের সমঅধিকার

ঘ. নারী-পুরুষের সমমর্যাদা

ক. বিশ্ব ভ্রাতৃত্ব

খ. ইসলামী ভাতৃত্ব

গ. সাম্প্রদায়িক সম্প্রীতি

ঘ. মানব সৃষ্টির উপাদান

ক. স্রষ্টা ও সৃষ্টির মাঝে অধ্যাত্মিক সম্পর্কের দার্শনিক ব্যাখ্যা প্রদান

খ. রোগ প্রতিরোধ ও প্রতিকারে ঔষধের আবিষ্কার ও প্রয়োগ

গ. গণিতের জটিল সমস্যার সমাধান

ঘ. রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান

ক. মুজামুল বুলদান

খ. কিতাবুল মানাযির

গ. আলকানুন ফিত-তিব্ব

ঘ. কিতাবুল জিবার ওয়াল মুকাবালা

ক. আল মাসুদি

খ. ইয়াকুত ইবনে আব্দুল্লাহ

গ. জাবির ইবনে হাইয়ান

ঘ. হাসান ইবনে হায়সাম

ক. হাদিস শাস্ত্রে অবদানের জন্য

খ. ফিকাহ্ শাস্ত্রে অবদানের জন্য

গ. আরবি ব্যাকরণ শাস্ত্রে অবদানের জন্য

ঘ. তাফসির শাস্ত্রে অবদানের জন্য

ক. চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়

খ. আইনের শাসন প্রতিষ্ঠা করায়

গ. চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়

ঘ. যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তিরা বিষয়টি তাঁর নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন।

ক. হযরত আবু বকর (রা.)

খ. হযরত উমর (রা.)

গ. হযরত উসমান (রা.)

ঘ. হযরত আলি (রা.)