পরীক্ষা হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - 112

১। “একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি" - ইহা কোন গ্রন্থে বলা হয়েছে?

শ্রীচন্ডিতে

শ্রীমদ্ভগবত গীতায়

মহাভারতে

ঋগ্বেদে

২। ভগবান বিষ্ণু কোনরূপে বেদ উদ্ধার করেন-

বামন

নৃসিংহ

মৎস্য

পরশুরাম

৩। মোক্ষলাভ বলতে বোঝায় -

মৃত্যুবরণ

স্বর্গে গমন

পুনর্জন্ম

ঈশ্বরের সান্নিধ্যলাভ

৪। বিবাহের মূল পর্ব কোনটি?

মালা বদল

গাত্র হরিদ্রা

বৃদ্ধি শ্রাদ্ধ

সম্প্রদান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশম শ্রেণির ছাত্র বিজন অসৎ বন্ধুদের সাথে মিশে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে এবং প্রায়ই সে অনেক রাতে বাড়ি ফিরে আসে। অন্যদিকে তার বাবা-মা তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করে।

৫। নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ফলে বিজন কোন ধরনের রোগে আক্রান্ত হতে পারে?

জন্ডিস

আমাশয়

ফুসফুসে ক্যান্সার

ডায়রিয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশম শ্রেণির ছাত্র বিজন অসৎ বন্ধুদের সাথে মিশে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে এবং প্রায়ই সে অনেক রাতে বাড়ি ফিরে আসে। অন্যদিকে তার বাবা-মা তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করে।

৬। বিজনকে সুপথে ফিরিয়ে আনার জন্য বাবা-মায়ের উচিত-
(i) পুলিশে সোপর্দ করা
(ii) অসৎসঙ্গ থেকে ফিরিয়ে আনা
(iii) ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৭। কুমারী পূজা কোন তিথিতে অনুষ্ঠিত হয়?

সপ্তমী

অষ্টমী

নবমী

দশমী

৮। "অস্তেয়" শব্দটির দ্বারা কী বোঝায়?

গ্রহণ না করা

বেদ অধ্যায়ন

চুরি না করা

সম্যক তৃপ্তি

৯। একজন যোগীপুরুষ-
(i) কম্পনহীন প্রদীপের মত স্থির
(ii) জগতের সকল কর্মে বিচলিত
(iii) সদা প্রসন্ন চিত্ত

i

ii

i ও iii

ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যায়াম করার সময় ঋতু হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে হাত সামনে রাখে এবং মিতু পা পেছন থেকে উল্টিয়ে মাথার পেছনে মাটি স্পর্শ করে। ব্যায়াম করে উভয়ে সুস্থ আছে।

১০। মিতুর আসনটি কোন ধরনের ?

বৃক্ষাসন

হলাসন

অর্ধকূর্মাসন

গরুড়াসন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যায়াম করার সময় ঋতু হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে হাত সামনে রাখে এবং মিতু পা পেছন থেকে উল্টিয়ে মাথার পেছনে মাটি স্পর্শ করে। ব্যায়াম করে উভয়ে সুস্থ আছে।

১১। ঋতু ও মিতু উভয়ের আসন অনুশীলনের ফলে-
(i) মেরুদণ্ড কাজ করার উপযোগী হয়
(ii) পেটের রোগ সেরে যায়
(iii) আবেগ দমন হয়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১২। “রেগে গেলেন তো হেরে গেলেন " -এ মতাদর্শে কোন চেতনা বিরাজ করবে?

ধর্মের

অক্রোধের

আবেগের

ক্ষমার