পরীক্ষা হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - 112

১। হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ কয়টি ?

৩ টি

৪ টি

৫ টি

১০ টি

২। ধার্মিককে রক্ষা করে কে ?

দেবগন

ধর্ম

মানুষ

দৈত্য

৩। মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি ?

পূণ্য অর্জন

কর্ম-সংঘটন

ঈশ্বরলাভ

অর্থলাভ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অশোক তাঁর বন্ধুদের ধর্মসভা মন্দিরে আসতে বলেছে। কারণ সে আজ বন্ধুদের সাথে দোলযাত্রা উৎসবে অংশগ্রহণ করবে।

৪। অশোক দোল উৎসব কীভাবে উদযাপন করবে?

খেলাধুলা করে

নাচগান করে

মিছিল করে

আবির মাখিয়ে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অশোক তাঁর বন্ধুদের ধর্মসভা মন্দিরে আসতে বলেছে। কারণ সে আজ বন্ধুদের সাথে দোলযাত্রা উৎসবে অংশগ্রহণ করবে।

৫। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়-
(i) ভ্রাতৃত্ববোধ
(ii) সাম্প্রদায়িক সম্প্রীতি
(iii) ব্যক্তিগত ধর্মানুভূতি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৬। ধর্মাচারের মধ্য দিয়ে কী প্রকাশ পায়?

শিষ্টাচার

শক্তি

সাহস

ভক্তি

৭। পুত্রের ক্ষেত্রে কোন মাসে অন্নপ্রাশন করতে হয় ?

চতুর্থ

পঞ্চম

ষষ্ঠ

সপ্তম

৮। অশৌচ কয় প্রকার?

দুই

তিন

চার

পাঁচ

৯। এয়োস্ত্রী বলতে যা বোঝায়-

সধবা

ষাটোর্ধ মহিলা

বিধবা

কিশোরী

১০। "অশৌচ" শব্দের অর্থ কী?

নিরামিষ আহার

শুচিতা

শুচিতাত অভাব

অপরিষ্কার

১১। মাদকাসক্তি বিমূঢ় করে-

চেতনাকে

শক্তিকে

রোগকে

ক্ষমতাকে

১২। কার গঙ্গাস্নানের ইচ্ছা হয়েছিল?

মায়াদেবীর

লক্ষ্মীদেবীর

রুপাদেবীর

লাভদেবীর

১৩। শীতলা দেবীর বাহন কোনটি ?

ময়ূর

সিংহ

হাঁস

গর্দভ

১৪। যোগ সাধনার সর্বোচ্চ স্তর কী ?

ধ্যান

সমাধি

প্রত্যাহার

ধারণা

১৫। "যোগ" শব্দটির অর্থ কী?

মিলন

সংশ্লেষণ

সংযোজন

সংরক্ষণ

১৬। আয়াম শব্দের অর্থ কী?

সংকীর্ণ

স্তেয়

নিঃশ্বাস

বিস্তার

১৭। যোগই হলো আধ্যাত্মিক কামধেনু- কে বলেছেন?

ব্যাসদেব

মহর্ষি যাজ্ঞবল্ক্য

ডক্টর সম্পূর্ণানন্দ

মহর্ষি পতঞ্জলি

১৮। যমের প্রকারভেদগুলো হলো-
(i) অহিংসা, সত্য
(ii) অস্তেয়, ব্রহ্মচর্য
(iii) পরিগ্রহ, অপরিগ্রহ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৯। দেবী দুর্গার ডান চোখটি হলো-

চন্দ্র

অগ্নি

সূর্য

বায়ু