পরীক্ষা রসায়ন প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2021

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2021
রসায়ন - 137

১। একটি মৌলের পরমাণুতে a সংখ্যক প্রোটন, b সংখ্যক ইলেকট্রন এবং c সংখ্যক নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত?

a + b

a + c

b + c

a + b + c

২। থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নে কোন আইসোটোপ ব্যবহার করা হয়?

⁶⁰Co

³²P

¹³¹I

⁹⁹Tc

৩। "X" একটি মৌল যার একটি পরমাণুর ভর 3.985 × 10⁻²³ g. "X" এর আপেক্ষিক পারমাণবিক ভর-

24

12

2.40

0.024

৪। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কী?

Stannum

Plumbum

Technetium

Wolfram

৫। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত?

9.11 × 10⁻²⁸ g

1.673 × 10⁻²⁴ g

1.675 × 10⁻²⁴ g

0

৬। "L" শক্তিস্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তিস্তরে গমন করবে?

K

L

M

N

৭। "A" মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ns² np⁵ (n = 3 ) । পর্যায় সারণিতে "A" মৌলের অবস্থান-

৩য় পর্যায়ের ৭ম গ্রুপে

৩য় পর্যায়ের ৫ম গ্রুপে

৩য় পর্যায়ের ১৭ নং গ্রুপে

৩য় পর্যায়ের ১৫ নং গ্রুপে

৮। নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক?

C

F

O

N

৯। ম্যান্ডেলিফের পর্যায় সারণির মূলভিত্তি ছিল-

পারমাণবিক ভর

পারমাণবিক সংখ্যা

নিউক্লিয়ন সংখ্যা

ইলেকট্রন বিন্যাস

১০। চুনের পানিতে CO₂ গ্যাস চালনা করলে কোনটির সাদা অধঃক্ষেপ পড়ে?

Ca(OH)₂

CaO

CaCO₃

Ca(HCO₃)₂

১১। CCl₄ এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত?

4

8

16

32

১২। অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি?

AlCO₃

Al₂CO₃

Al₂(CO₃)₃

Al(CO₃)₃

১৩। ফসফেট মূলকের যোজনী কত?

4

3

2

1

১৪। PCl₅ যৌগে -
(i) বন্ধনজোড় ইলেকট্রন 5 টি
(ii) অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে।
(iii) কেন্দ্রীয় পরমাণু P

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৫। প্রাকৃতিক গ্যাসে বিউটেন ও আইসো বিউটেনের পরিমাণ কত?

80 %

7 %

5 %

4 %

১৬। CH₂ = CH - CH₃ + Br₂ → Y; এখানে Y যৌগটির নাম-

1, 2 ডাইব্রোমো প্রোপেন

প্রোপাইল ব্রোমাইড

প্রোপিন ব্রোমাইড

2, 3 -ডাইব্রোমো প্রোপেন

১৭। কোন যৌগটি পানিতে দ্রবণীয়?

CH₄

C₂H₆

CH₃OH

C₄H₁₀

১৮। CaC₂ + 2H₂O → "X" + Ca(OH)₂ বিক্রিয়াটির "X" যৌগ-
(i) অসম্পৃক্ত হাইড্রোকার্বন
(ii) পলিমারকরণ বিক্রিয়া দেয়
(iii) ব্যবহার করে ইথান্যাল প্রস্তুত করা সম্ভব

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

১৯। কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়?

C₅H₁₂

C₅H₁₀

C₅H₈

C₄H₆

২০। পলিথিনের সংকেত কোনটি?

(CH₂ = CH₂)n

(-CH₂ - CH₂)n

(CH₂ - CH₂)n

(-CH₂ - CH₂-)n