পরীক্ষা রসায়ন প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
রসায়ন - 137

১। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?

⁸⁹Sr

¹³¹I

¹⁹²Ir

²³⁸Pu

২। Ca²⁺ এ ইলেকট্রন সংখ্যা কত?

22

20

18

16

৩। জিংক এর ইলেক্ট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেক্ট্রন কোন উপশক্তিস্তরে প্রবেশ করে?

s

p

d

f

৪। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশী?

K

Si

Na

Al

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


1 এবং 7 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে Q নামক একটি যৌগ গঠন করে।

৫। Q যৌগটির ক্ষেত্রে-
(i) মুক্ত জোড় ইলেক্ট্রন দুটি
(ii) বন্ধন জোড় ইলেক্ট্রন তিনটি
(iii) ভ্যানডার ওয়ালস শক্তি নেই বললেই চলে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৬। তুঁতের কত অণু পানি বিদ্যমান?

2

5

7

10

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


2 Al + ³/₂ O₂ → Y

৭। 17 g "Y" যৌগ উৎপন্ন করতে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন?

1 mol

0.5 mol

0.25 mol

0.125 mol

৮। Na₂CO₃ যৌগে C মৌলটির শতকরা সংযুতি কত?

45.28%

43.39%

14.63%

11.32%

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


Al + O₂ → Y

৯। বিক্রিয়াটি-
(i) দহন বিক্রিয়া
(ii) সংশ্লেষণ বিক্রিয়া
(iii) জারণ-বিজারণ বিক্রিয়া

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


Al + O₂ → Y

১০। উদ্দীপকের বিক্রিয়াটি সমতাকরণের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক?

2, 3, 4

4, 3, 2

3, 2, 4

3, 4, 2

১১। CuSO₄ যৌগে সালফারের জারণ সংখ্যা কত?

+ 6

+ 5

+ 4

+ 2

১২। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ?

C₂H₆

C₃H₆

C₃H₅

C₄H₁₀

১৩। C₄H₁₀ এর গলনাংক কত?

- 190°C

- 183°C

- 138°C

- 130°C

১৪। অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি?

- COOH

- CO

- OH

- CHO

১৫। কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি?

N₂O₃

N₂O

C₂H₆

C₂H₄

১৬। নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন ঘটে-

আয়োডিন

ব্রোমিন

ক্লোরিন

ফ্লোরিন