পরীক্ষা রসায়ন প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2017

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2017
রসায়ন - 137

১। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি?

ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ

বিজ্ঞান ও মানব কল্যাণে এর প্রভাব

বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা

তথ্য-উপাত্ত এর সংগঘন ও বিশ্লেষণ

২। পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে?

8

৩। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?

¹³¹I

⁹⁹Tc

⁶⁰Co

³²P

৪। একটি প্রোটনের প্রকৃত ভর কত?

1.765 × 10⁻²⁴ g

1.75 × 10⁻²⁴ g

1.675 × 10⁻²⁴ g

1.67 × 10⁻²⁴ g

৫। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত?

(n - 1)d⁹ns²

(n - 1)d⁸ns²

(n - 1)d⁷ns²

(n - 1)d⁵ns¹

৬। পটাসিয়াম মৌলের প্রতীক কোনটি?

P

Po

K

Ka

৭। তেজস্ক্রিয় আইসোটোপ ⁶⁰Co এর ব্যবহার হয় কোথায়?
(i) রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়
(ii) ক্যান্সার কোষ ধ্বংস করতে
(iii) খাদ্যদ্রব্য সংরক্ষণে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৮। ল্যাভয়সিয়ের ছকে কতটি মৌল ছিল?

67

63

33

12

৯। PCl₃ যৌগটির কত জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে?

0

3

1

10

১০। ₁₄R মৌলটির ক্ষেত্রে-
(i) এর অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট
(ii) এটি পর্যায় সারণির চতুর্থ গ্রুপের মৌল
(iii) ব্রোমিনের সাথে এটি আয়নিক বন্ধন গঠন করে

i

ii

i ও iii

i, ii ও iii

১১। কোন মৌলটির যোজনী শূন্য?

Na

Ni

Ne

Fe

১২। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি?

AISO₄

Al₂(SO₄)₃

Al₃(SO₄) ₂

Al(SO₄)₂

১৩। ব্লু-ভিট্রিয়লে পানির অণুর সংখ্যা কত?

1

3

5

7

১৪। 100 mL দ্রবণে 10.6g গ্রাম সোডাঅ্যাস দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত?

0.10 M

0.37 M

1.00 M

2.56 M

১৫। PVC এর মনোমার-
(i) পলিপ্রোপিন
(ii) ভিনাইল ক্লোরাইড
(iii) মনোক্লোরো ইথিন

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


[CH₃ - CH₂ - CH₂Cl] + KOH (alc) → CH₃ - CH = CH₂ + R(s) + H₂O

১৬। R যৌগটি এক ধরনের-

অ্যালকোহল

এসিড

ক্ষারক

লবণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


[CH₃ - CH₂ - CH₂Cl] + KOH (alc) → CH₃ - CH = CH₂ + R(s) + H₂O

১৭। উদ্দীপকের অ্যালকিনটির
(i) প্রভাবকীয় হাইড্রোজেনেশন সম্ভব
(ii) জারণে পটাসিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায়
(iii) পলিমারকরণ সম্ভব

ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৮। কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়?

CO

CO₂

NO₂

NH₃

১৯। নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?

He

H₂

CO₂

NH₃

২০। তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়-

তাপ প্রয়োগ করলে

চাপ বাড়ালে

তাপমাত্রা স্ফুটনাংকে পৌঁছালে

তরলের গতিশক্তি বৃদ্ধি পেলে

২১। নিচের কোন যৌগটি উদ্বায়ী?

কর্পূর

চুনাপাথর

খাদ্য লবণ

পটাশিয়াম আয়োডাইড

২২। নিঃসরণের হার কোনটির বেশি?

PH₃

N₂O₄

SO₂

NH₃