পরীক্ষা রসায়ন প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
রসায়ন - 137

১। জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি?

আগুনের শিখা

বৃত্তের উপর আগুনের শিখা

ট্রিফয়েল

বিপদজনক

২। একটি প্রোটনের প্রকৃত ভর কত?

1.765 × 10⁻²⁴ g

1.75 × 10⁻²⁴ g

1.675 × 10⁻²⁴ g

1.67 × 10⁻²⁴ g

৩। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত?

(n - 1)d⁹ns²

(n - 1)d⁸ns²

(n - 1)d⁷ns²

(n - 1)d⁵ns¹

৪। তেজস্ক্রিয় আইসোটোপ ⁶⁰Co এর ব্যবহার হয় কোথায়?
(i) রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়
(ii) ক্যান্সার কোষ ধ্বংস করতে
(iii) খাদ্যদ্রব্য সংরক্ষণে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৫। ²³₁₁M এর ক্ষেত্রে কোনটি সঠিক?

12 টি প্রোটন ও 11 টি নিউট্রন

12 টি নিউট্রন ও 11 টি প্রোটন

10 টি প্রোটন ও 13 টি নিউট্রন

13 টি প্রোটন ও 10 টি নিউট্রন

৬। কোন মৌলটির যোজনী শূন্য?

Na

Ni

Ne

Fe

৭। সালফিউরিক এসিডের (H₂SO₄) আপেক্ষিক আণবিক ভর কত?

50

78

84

98

৮। "A" মৌলটির পারমাণবিক সংখ্যা 26, পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়?

চতুর্থ পর্যায়, গ্রুপ-8

চতুর্থ পর্যায়, গ্রুপ-9

পঞ্চম পর্যায়, গ্রুপ-7

পঞ্চম পর্যায়, গ্রুপ-10

৯। পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডান দিকে হ্রাস পায়-
(i) পরমাণুর আকার
(ii) ধাতব বৈশিষ্ট্য
(iii) ইলেকট্রন আসক্তি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১০। NaCl যৌগ গঠনকালে -
(i) Na ও Cl উভয় মৌলই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন
(ii) Na ও Cl এর মধ্যে ইলেকট্রন আদান-প্রদান করে
(iii) Na ও CI উভয়ে অষ্টকের নিয়ম অনুসরণ করে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি ?

AISO₄

Al₂(SO₄)₃

Al₃(SO₄)₂

AI(SO₄)₂

১২। ভ্যানডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি?

H₂S

NaCl

MgCl₂

MgO

১৩। ব্লু ভিট্রিয়লে কেলাস পানির সংযুতি কত?

36 %

50 %

56 %

60 %

১৪। সালফিউরিক এসিডের (H₂SO₄) আপেক্ষিক আণবিক ভর কত?

50

78

84

98

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


750 ml এ K2CO₃ এর 0.125 M দ্রবণ তৈরি করা হল। [K এর পারমাণবিক ভর = 39]

১৫। উক্ত দ্রবণের অণুর সংখ্যা কত?

5.5 × 10⁻²⁴ টি

5.68 × 10⁻²² টি

5.64 × 10²² টি

6.64 × 10²³ টি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


750 ml এ K2CO₃ এর 0.125 M দ্রবণ তৈরি করা হল। [K এর পারমাণবিক ভর = 39]

১৬। উক্ত দ্রবণে HCI চালনা করা হলে-
(i) KCl ও CO₂ উৎপন্ন হবে
(ii) বিক্রিয়াটিতে অধঃক্ষেপ পড়বে
(iii) 2.1 লিটার CO₂ উৎপন্ন হবে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৭। STP তে 16g অক্সিজেনের মোলার আয়তন কত?

5.6 লি.

11.2 লি.

22.4 লি.

33.6 লি.

১৮। মরিচার রাসায়নিক সংকেত কোনটি?

Fe₂O₂.nH₂O

Fe₃O₂.nH₂O

Fe₂O.nH₂O

Fe₂O₃.nH₂O

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


C₁₂H₂₆ -Δ→ A + C₉H₂₀

১৯। উপযুক্ত পরিবেশে A যৌগ থেকে এক মোল অ্যালকেন উৎপাদনে কত মোল হাইড্রোজেন সংযোজন করা দরকার হয়?

1

2

3

4

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


C₁₂H₂₆ -Δ→ A + C₉H₂₀

২০। A যৌগের সাথে KMnO₄ এর জলীয় দ্রবণের বিক্রিয়ায়-
(i) উৎপন্ন দ্রবণ বর্ণহীন হয়
(ii) অ্যালকোহল উৎপন্ন হয়
(iii) অ্যালডিহাইড উৎপন্ন হয়

i

iii

i ও ii

i ও iii

২১। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ?

C₃H₈

C₂H₆

C₁₀H₈

C₂H₅OH

২২। অ্যালকোহলের সাধারণ সংকেত কোনটি?

CₙH₂ₙ

CₙH₂ₙ₊₂

CₙH₂ₙ₊₁OH

CₙH₂ₙ₊₁COOH

২৩। কোনটি পরিবেশ বান্ধব পলিমার?

পলিইথানল

PVC

পলিথিন

নাইলন

২৪। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি?

বেনজিন

মিথেন

ইথেন

বিউটেন

২৫। নিচের কোনটির নিঃসরণ হার সবচেয়ে বেশি?

SO₂

NO₂

H₂S

C₂H₆