পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

১। কার নেতৃত্বে "তমদ্দুন মজলিস" নামক সংগঠন গড়ে ওঠে?

অধ্যাপক আবুল কাশেম

অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ এনামুল হক

ধীরেন্দ্রনাথ দত্ত

২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন?

১৯৭২ সালের ১১ জানুয়ারি

১৯৭২ সালের ১৫ জানুয়ারি

১৯৭২ সালের ২৬শে মার্চ

১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর

৩। বাংলাদেশের ব-দ্বীপ সমভূমি অঞ্চল-

কুষ্টিয়া, খুলনা

ঢাকা, কুমিল্লা

রংপুর, বরিশাল

খুলনা সিলেট

৪। কোন দেশের শীতকাল ডিসেম্বর হতে ফ্রেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়?

বাংলাদেশ

নেপাল

ভারত

মায়ানমার

৫। বঙ্গোপসাগরের তলদেশে অধিক মাত্রায় পাওয়ার সম্ভাবনা রয়েছে-
(i) বৃক্ষ সম্পদ
(ii) খনিজ সম্পদ
(iii) প্রাণিজ সম্পদ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৬। বাংলাদেশে অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে দেখা দিচ্ছে-
(i) পানির সংকট
(ii) ফসল উৎপাদনে সংকট
(iii) ব্যবসা-বাণিজ্যে অসুবিধা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৭। তথ্য অধিকার আইনের দ্বারা-
(i) সঠিক তথ্য পাবে
(ii) ভোগান্তি বাড়বে
(iii) গণতন্ত্রের ভিত মজবুত হবে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৮। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ?

১৯১৪

১৯২২

১৯৩৯

১৯৪৫

৯। সম্পর্কে কত শ্রেণীতে বিন্যস্ত করা যায় ?

১০। সামাজিক অসঙ্গতির সৃষ্টি হয় কেন ?

বিরোধী দলের কারণে

বিদেশীদের চাপে

মূল্যবোধের অবক্ষয়ের কারণে

মানুষের মধ্যে শত্রুতা হলে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত মারা যায় ৫০.৫৮%, গুরুতর আহত হয় ৩৮.১০% এবং সামান্য আহত হয় ১১.৩২%।

১১। উপর্যুক্ত তথ্যে কোন দুর্ঘটনা দেখা যায়?

নৌ

সড়ক

বিমান

রেলওয়ে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত মারা যায় ৫০.৫৮%, গুরুতর আহত হয় ৩৮.১০% এবং সামান্য আহত হয় ১১.৩২%।

১২। উক্ত সমস্যা থেকে আমরা যেভাবে পরিত্রাণ পেতে পারি-
(i) সবাই সচেতন থেকে
(ii) চালকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করে
(iii) নিয়ম মেনে চলে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৩। কত সালে বিশ্বে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়?

১৯৮১

১৯৮৯

১৯৯৫

২০০০