পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

১। "স্মৃতির মিনার" কবিতাটি কে রচনা করেন?

আব্দুল লতিফ

আলাউদ্দিন আল আজাদ

মাহাবুল-উল-আলম

আব্দুল গাফফার চৌধুরী

২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি ঘোষণা করেন কেন?

বাঙ্গালীদের মুক্তি জন্য

একটি দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে

বাঙ্গালীদের অর্থনৈতিক মুক্তির জন্য

প্রতিরক্ষা খাতের নিরপেক্ষতা নিশ্চিত করতে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'A' দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনাব 'X' একটি কমিটি তৈরির ঘোষণা দেন। তিনি উক্ত কমিটির সদস্য হন এবং এই কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার সাথে পরিচালনা করেন

৩। তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক নেতাটি জনাব ‘X’ এর মত?

তাজউদ্দীন আহমদ

সৈয়দ নজরুল ইসলাম

এম. মনসুর আলী

এ. এইস. এম. কামরুজ্জামান

৪। কোন বছর শিক্ষা নীতি ঘোষণা করা হয়?

২০১১

২০১০

২০০৮

২০০৬

৫। বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়?

বসন্তকাল

গ্রীষ্মকাল

বর্ষাকাল

শরৎকাল

৬। কোনটি সর্বনিম্ন পাহাড় চূড়া?

পিরামিড

কিওক্রাডং

তাজিওডং

মোদকমুয়াল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফাহিম একটি নদীর তীরে বসবাস করে যেটি আমাদের প্রতিবেশী দেশে উৎপত্তি লাভ করে। অনেক বছর আগে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে এটির গতিপথ পরিবর্তন হয়। একদিন ফাহিম তার বন্ধুদের সাথে একটি বনে ঘুরতে যায়। সেখানে তারা আমাদের জাতীয় পশুর পায়ের ছাপ ও প্রচুর সংখ্যক কেওড়া ও বাইন বৃক্ষ দেখে।

৭। ফাহিম কোন নদীর তীরে বসবাস করে?

মেঘনা

ব্রহ্মপুত্র

যমুনা

তিস্তা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফাহিম একটি নদীর তীরে বসবাস করে যেটি আমাদের প্রতিবেশী দেশে উৎপত্তি লাভ করে। অনেক বছর আগে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে এটির গতিপথ পরিবর্তন হয়। একদিন ফাহিম তার বন্ধুদের সাথে একটি বনে ঘুরতে যায়। সেখানে তারা আমাদের জাতীয় পশুর পায়ের ছাপ ও প্রচুর সংখ্যক কেওড়া ও বাইন বৃক্ষ দেখে।

৮। ফাহিমের দেখা বনটি-
(i) সব ধরনের গাছে পূর্ণ
(ii) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত
(iii) প্রাকৃতিক সম্পদে পূর্ণ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। আইনের বৈশিষ্ট্য হচ্ছে-
(i) মানুষের কাজকে নিয়ন্ত্রণ করা
(ii) নাগরিকদের সমতা নিশ্চিত করা
(iii) মানুষের চিন্তার পরিবর্তন করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১০। আধুনিক যুগে কোনটি আইনের প্রধান উৎস ?

ধর্ম

আইনসভা

প্রথা

ন্যায়বোধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আলিফ "ক" সংস্থার প্রধান। তিনি শিশুদের রোগ প্রতিরোধ করার জন্য ওষুধ সরবরাহ করেন। অন্যদিকে জনাব কমল নূরপুর গ্রামে বসবাস করেন। তার গ্রামের গ্রামবাসীদের মধ্যে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকে। তাই নূরপুর গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য অন্য গ্রামের কয়েকজন যুবককে সেখানে পাঠানো হয়। এখন এ গ্রামের বিশৃঙ্খলা বন্ধ হয়েছে।

১১। "ক" সংস্থাটির সাথে কোন আন্তর্জাতিক সংস্থার মিল রয়েছে।

ইউনিসেফ

এফএও

ইউএনডিপি

ডব্লিউএইচও

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আলিফ "ক" সংস্থার প্রধান। তিনি শিশুদের রোগ প্রতিরোধ করার জন্য ওষুধ সরবরাহ করেন। অন্যদিকে জনাব কমল নূরপুর গ্রামে বসবাস করেন। তার গ্রামের গ্রামবাসীদের মধ্যে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকে। তাই নূরপুর গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য অন্য গ্রামের কয়েকজন যুবককে সেখানে পাঠানো হয়। এখন এ গ্রামের বিশৃঙ্খলা বন্ধ হয়েছে।

১২। যুবকদের গৃহীত ক্রিয়াকলাপের মত বাংলাদেশও অবদান
(i) একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায়
(ii) কিছু জাতির নিরাপত্তা দিতে
(iii) দেশগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত করতে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৩। উৎপাদনের উপাদান কয়টি ?

দুইটি

তিনটি

চারটি

পাঁচটি

১৪। ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য?

ধনতান্ত্রিক

মিশ্র

সমাজতান্ত্রিক

ইসলামী

১৫। কোন সালে বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ঘোষণা করে?

২০০০

২০০২

২০০৬

২০১১