পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

১। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?

১৯৪৭

১৯৪৮

১৯৫১

১৯৫২

২। ১৯৫৮ সালে ৭ই অক্টোবর পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করেন-

আইয়ুব খান

ইস্কিন্দার মির্জা

টিক্কা খান

নিয়াজি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কামাল সাহেব দেশাত্মবোধক গান গাইতেন এবং সুন্দর ছবি আঁকতেন। এ কাজে তাঁর খ্যাতি ছিল প্রচুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে তিনি এবং তাঁর আইনজীবী বন্ধু জাভেদ সাহেব যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন।

৩। মুক্তিযুদ্ধে কামাল সাহেব ও জাভেদ সাহেব কাদের প্রতিনিধিত্ব করেছেন?

দিন মজুরের

প্রবাসী বাঙ্গালীদের

পেশাজীবীদের

শিক্ষকদের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কামাল সাহেব দেশাত্মবোধক গান গাইতেন এবং সুন্দর ছবি আঁকতেন। এ কাজে তাঁর খ্যাতি ছিল প্রচুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে তিনি এবং তাঁর আইনজীবী বন্ধু জাভেদ সাহেব যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন।

৪। কামাল সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন-
(i) প্রত্যক্ষভাবে
(ii) পরোক্ষভাবে
(iii) সক্রিয়ভাবে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। ১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?

তাজউদ্দিন আহমদ

সৈয়দ নজরুল ইসলাম

ক্যাপ্টেন এম. মনসুর আলী

এ. এইচ. এম. কামরুজ্জামান

৬। জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল কোন তারিখে?

১৯৭৫ সালের ৩ নভেম্বর

১৯৭৫ সালের ৪ নভেম্বর

১৯৭৫ সালের ৫ নভেম্বর

১৯৭৫ সালের ৬ নভেম্বর

৭। সুনামির মূল কারণ কি?

ভূমিকম্প

বন্যা

সমুদ্র স্রোত

আগ্নেয়গিরির অগ্নুৎপাত

৮। গ্রীষ্মকালে বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়-
(i) বায়ুর চাপের পরিবর্তনের কারণে
(ii) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে
(iii) হিমালয়ের হিমবাহের কারণে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?

সাঙ্গ

নাফ

মাতামুহুরী

মেঘনা

১০। তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
(i) কৃষি কাজে
(ii) পানি নিষ্কাশনে
(iii) বন্যা প্রতিরোধে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। The Modern State গ্রন্থের রচয়িতা কে?

এরিস্টটল

অধ্যাপক গার্নার

টি এইচ গ্রিন

আর. এম. ম্যাকাইভার

১২। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি ?

রাশিয়া

চীন

ভারত

কানাডা

১৩। কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ ?

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন

পানীয় জলের সুব্যবস্থা

দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখা

প্রতিষেধক টিকা প্রদান

১৪। জাতিসংঘের কোন পরিষদকে "বিতর্ক সভা" বলে অভিহিত করা যায়?

আছি পরিষদ

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

নিরাপত্তা পরিষদ

সাধারণ পরিষদ

১৫। তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

বেইজিং

মেক্সিকো

জেনেভা

নাইরোবি

১৬। রহিম একটি পোল্ট্রি ফার্মে কর্মরত। তার অর্জিত আয় অর্থনীতিতে কী হিসেবে বিবেচিত হবে?

খাজনা

মজুরি

সুদ

মুনাফা

১৭। জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?

জাতীয় চেতনা

জাতীয় ঐক্য

জাতীয় পরিচয়

জাতীয় ঐতিহ্য

১৮। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা কী?

এসিড নিক্ষেপ

নারী ও শিশু পাচার

যৌন হয়রানি

সড়ক দুর্ঘটনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. "ক" বহুদিন বিদেশে থেকে সম্প্রতি দেশে এসেছেন। তার স্ত্রী লক্ষ করলেন, তার স্বামীর ওজন দিন দিন কমে যাচ্ছে। জ্বর ও ঘন ঘন কাশি লেগে আছে।

১৯। "মি. ক" কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?

যক্ষা

নিউমোনিয়া

ম্যালেরিয়া

এইডস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. "ক" বহুদিন বিদেশে থেকে সম্প্রতি দেশে এসেছেন। তার স্ত্রী লক্ষ করলেন, তার স্বামীর ওজন দিন দিন কমে যাচ্ছে। জ্বর ও ঘন ঘন কাশি লেগে আছে।

২০। উক্ত সম্ভাব্য রোগের ক্ষেত্রে তার স্ত্রীর উচিত-
(i) স্বামীর কাপড় ও বিছানা স্পর্শ না করা
(ii) স্বামীর সাথে সুসম্পর্ক বজায় রাখা
(iii) স্বামীর প্রতি সহানুভূতিশীল হওয়া

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii