পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

১। ঢাকায় ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে "স্মৃতির মিনার" কবিতাটি রচনা করেন কে?

মাহবুব-উল-আলম চৌধুরী

আলাউদ্দিন আল আজাদ

আব্দুল গাফফার চৌধুরী

ডঃ মনির চৌধুরী

২। ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনিক চিত্রে কৃষিখাতে বাঙালি কত শতাংশ ছিল?

১৯%

২১%

২২%

২৭%

৩। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহণ করেন?

২৬ মার্চ

১০ এপ্রিল

১৭ এপ্রিল

১৬ ডিসেম্বর

৪। মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল-
(i) বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা
(ii) মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন
(iii) রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী খাদ্যসংকট, দুর্নীতি এবং ষড়যন্ত্ররোধে বঙ্গবন্ধু সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছিলেন?

রিলিফ প্রদান

শিক্ষার জাতীয়করণ

সংবিধান প্রণয়ন

বাকশাল গঠন

৬। মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন-

কমরেড মনি সিং

সৈয়দ নজরুল ইসলাম

এমন মনসুর আলী

এ.এইচ.এম কারুজ্জামান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গত বছর এসএসসি পরীক্ষার পর রেহেনা তার বাবা-মায়ের সাথে একটি উপকূলীয় অঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পায়।

৭। রেহেনার দেখা বনভূমিটির বৈশিষ্ট্য হলো-
(i) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
(ii) প্লাইস্টোসিনকালের চত্ত্বরভূমি
(iii) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

i

ii

iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গত বছর এসএসসি পরীক্ষার পর রেহেনা তার বাবা-মায়ের সাথে একটি উপকূলীয় অঞ্চলে বেড়াতে যায়সেখানে সে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পায়।

৮। ১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্রে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলকে কোন বলয় হিসেবে দেখানো হয়েছে?
(i) প্রলয়ংকরী
(ii) বিপদজনক
(iii) লঘু

i

ii

iii

i, ii ও iii

৯। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

কিউক্রাডং

তাজিওডং

গারো পাহাড়

মোদক ময়াল

১০। ভাওয়াল সোপানভূমি কোন সময়ে গঠিত?

প্লাইস্টোসিনকালে

টারসিয়ারি যুগে

মধ্যযুগে

সাম্প্রতিককালে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গত বছর এসএসসি পরীক্ষার পর রেহেনা তার বাবা-মায়ের সাথে একটি উপকূলীয় অঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পায়।

১১। রেহেনার দেখা বৃক্ষসমূহ বাংলাদেশের কোন বনভূমিকে নির্দেশ করে ?

ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি

পত্র পতনশীল বনভূমি

ক্লান্তীয় পাতাঝরা বনভূমি

গরান বনভূমি

১২। স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র-উক্তিটি কার?

গার্নার

গেটেল

ম্যাকাইভার

এরিস্টটল

১৩। শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না?

জনসমষ্টি

নির্দিষ্ট ভূখন্ড

সরকার

সার্বভৌমত্ব

১৪। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনের কোন উৎসকে প্রাধান্য দেয়া হয়?

প্রথা

ধর্ম

ন্যায়বোধ

আইনসভা

১৫। বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি কাজ করছে?

ইউএনডিপি

ইউনিসেফ

ডব্লিউ এইচ ও

ইউনিফেম

১৬। প্রকৃতঅর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে, তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে?

দুইটি

তিনটি

চারটি

পাঁচটি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শামীম ঢাকা শহরে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। সর্বাধিক মুনাফা অর্জনের আশায়, স্বাধীনভাবে তার শিল্প প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি ভূমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ এবং নিজ উদ্যোগের জন্য মুনাফা গ্রহণ করলেও শ্রমের মালিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দিয়ে থাকেন।

১৭। অর্থনৈতিক কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে জনাব শামীম কোন পর্যায়কে ব্যাহত করেছেন?

প্রচেষ্টা

উৎপাদন

ভোগ

বন্টন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শামীম ঢাকা শহরে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। সর্বাধিক মুনাফা অর্জনের আশায়, স্বাধীনভাবে তার শিল্প প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি ভূমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ এবং নিজ উদ্যোগের জন্য মুনাফা গ্রহণ করলেও শ্রমের মালিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দিয়ে থাকেন।

১৮। জনাব শামীমের উদ্যোগে গঠিত শিল্প প্রতিষ্ঠানটি কোন উৎপাদন ব্যবস্থাকে ইঙ্গিত করে?

ধনতান্ত্রিক

সমাজতান্ত্রিক

মিশ্র

ইসলামি

১৯। কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি কোন সম্পদের উদাহরণ ?
(i) ব্যক্তিগত
(ii) সমষ্টিগত
(iii) জাতীয়

i

ii

iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব রাহাত ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদানকালে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, "ইদানিং শহর এলাকার লোকজনের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন হ্রাস পাচ্ছে" এতে আমি খুবই শঙ্কিত ও ভীত যে তাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

২০। জনাব রাহাত বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে?

সামাজিক নৈরাজ্য

নারীর প্রতি সহিংসতা

সামাজিক মূল্যবোধের অবক্ষয়

কিশোর অপরাধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব রাহাত ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদানকালে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, "ইদানিং শহর এলাকার লোকজনের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন হ্রাস পাচ্ছে" এতে আমি খুবই শঙ্কিত ও ভীত যে তাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

২১। উক্ত সামাজিক সমস্যার প্রভাবে-
(i) মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়
(ii) দুর্নীতি বৃদ্ধি পায়
(iii) অপরাধীদের দৌরাত্ম বেড়ে যায়

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii