পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। ১৯৫২ সালের ২২ শে ফেব্রুয়ারির শোক র‍্যালিতে পুলিশের হামলায় কে শহিদ হন?

আব্দুস সালাম

শফিউর রহমান

আব্দুল জব্বার

আবুল বরকত

২। পাকিস্তানের ২৪ বছরে বাঙালি জাতির স্বার্থ-সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবজ্জ্বল ভূমিকা পালন করে কারা?

বুদ্ধিজীবীরা

ছাত্রসমাজ

নারীসমাজ

পেশাজীবীরা

৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন "বাংলাদেশ গণপরিষদ" আদেশ জারি করেন?

১৯৭২ সালের ১০ই জানুয়ারি

১৯৭২ সালের ২৩ শে মার্চ

১৯৭২ সালের ১১ জানুয়ারি

১৯৭২ সালের ১০ই জানুয়ারি

৪। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন?

সৈয়দ নজরুল ইসলাম

অধ্যাপক মোজাফফর আহমেদ

তাজউদ্দিন আহমেদ

মনসুর আলী

৫। ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয় কোনটি?

প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখা

পানি, গ্যাস ও বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা

কাছে জানলা থেকে দূরে থাকা

বাড়ির বাইরের ছাদ থাকলে ঘরে প্রবেশ না করা

৬। বাংলাদেশে বহু নদী হারিয়ে যাওয়ার কারণ কোনটি?

পাহাড় ধস

বাঁধ দেওয়া

ভূমিকম্প

পলি জমা

৭। উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদীটি ?

সাঙ্গু

ফেনী

নাফ

মাতামুহুরী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শীতকালে "‌‌‌‌X", মামার চাকরিস্থল চট্টগ্রাম বেড়াতে এসে মামার সাথে একটি নদীতে নৌকা ভ্রমণে যায়। মামা তাকে বলে নদীটির অর্থনৈতিক গুরুত্ব অনেক। "X", নদীর দুপাশের সবুজ বনভূমি দেখে মুগ্ধ হয়।

৮। "X", এর ভ্রমণকৃত নদীটির নাম কী?

কর্ণফুলী

নাফ

মাতামুহুরী

সাঙ্গু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শীতকালে "‌‌‌‌X", মামার চাকরিস্থল চট্টগ্রাম বেড়াতে এসে মামার সাথে একটি নদীতে নৌকা ভ্রমণে যায়। মামা তাকে বলে নদীটির অর্থনৈতিক গুরুত্ব অনেক। "X", নদীর দুপাশের সবুজ বনভূমি দেখে মুগ্ধ হয়।

৯। উক্ত নদীটির অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ-
(i) শহর রক্ষা
(ii) শক্তি উৎপাদন
(iii) নৌ-চলাচল

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১০। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় ?

জনসমষ্টি

নির্দিষ্ট ভূখণ্ড

সরকার

সার্বভৌমত্ব

১১। বিশ্বের বিখ্যাত আইনবিদগণের অভিমতকে আইনের কোন উৎস হিসেবে বিবেচনা করা হয় ?

বিচার সংক্রান্ত

আইনসভা

বিজ্ঞানসম্মত আলোচনা

ন্যায়বোধ

১২। জাতিসংঘের কোন পরিষদকে "বিতর্ক সভা" বলে অভিহিত করা যায়?

আছি পরিষদ

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

নিরাপত্তা পরিষদ

সাধারণ পরিষদ

১৩। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করছে

ইউএনডিপি

ইউনিসেফ

ইউনিফেম

ইউএনএইচসিআর

১৪। সাগর-মহাসাগর কোন ধরনের সম্পদ?

ব্যক্তিগত

সমষ্টিগত

আন্তর্জাতিক

জাতীয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'M' একটি পোশাক কারখানার মালিক। নিজের সম্পদ বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করেন না।

১৫। জনাব "M" এর পোশাক কারখানাটি কোন উৎপাদন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে ?

ধনতান্ত্রিক

মিশ্র

সমাজতান্ত্রিক

ইসলামিক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'M' একটি পোশাক কারখানার মালিক। নিজের সম্পদ বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করেন না।

১৬। উক্ত অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য-
(i) শ্রেণি বৈষম্য সৃষ্টি হয়
(ii) অতিরিক্ত লাভের সুযোগ
(iii) সম্পদের অসম বণ্টন

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'A' একজন ব্যবসায়ী। তিনি মাঝে-মধ্যে অতিরিক্ত লাভের আশায় পণ্যসামগ্রী গুদামে সংরক্ষিত রাখেন। এমনকি ব্যবসায়িক প্রতিযোগিতায় অতিরিক্ত সম্পদ অর্জনে ছলচাতুরীর আশ্রয়ও গ্রহণ করেন।

১৭। জনাব "A" এর কাজ কোন ধরনের সামাজিক সমস্যা?

সামাজিক নৈরাজ্য

মূল্যবোধের অবক্ষয়

জঙ্গিবাদ

দুর্নীতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'A' একজন ব্যবসায়ী। তিনি মাঝে-মধ্যে অতিরিক্ত লাভের আশায় পণ্যসামগ্রী গুদামে সংরক্ষিত রাখেন। এমনকি ব্যবসায়িক প্রতিযোগিতায় অতিরিক্ত সম্পদ অর্জনে ছলচাতুরীর আশ্রয়ও গ্রহণ করেন।

১৮। উদ্দীপকে যে বিষয়টি পরিলক্ষিত হয় তার প্রভাবে সমাজে
(i) প্রতিভাবানদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয়
(ii) আর্থ-সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়
(iii) যোগ্য ব্যাক্তির উচ্চ পদে আসীন বাধাগ্রস্ত হয়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii