পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা বরিশাল বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

১। ১৯৪৮ সালের কত তারিখে সর্বজনীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনগঠিত হয়?

২ মার্চ

১১ মার্চ

১২ এপ্রি

১২ জুন

২। কোন সংগঠনটি আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে?

ছাত্রলীগ

মুসলিম লীগ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

যুক্তফ্রন্ট

৩। বাঙালি জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে ঐতিহাসিক কোন ঘটনার মধ্য দিয়ে?

১৯৬৬ এর ছয় দফা কর্মসূচি

১৯৬৯ এর গণঅভ্যুত্থান

১৯৭০ এর সাধারণ নির্বাচন

১৯৭১ এর ৭ এ মাসে ভাষণ

৪। স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল কত জন?

১২

৫। ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম হরতালে পূর্বপাকিস্তানের সরকারি কার্যক্রমে কীরূপ অবস্থা বিরাজ করে?

সংগ্রাম মুখী

প্রতিবাদ মুখর

স্থবিরতা

আন্দোলনরত

৬। বাংলাদেশে বর্ষাকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়?

উত্তর-পূর্ব

দক্ষিণ-পূর্ব

দক্ষিণ-পশ্চিম

উত্তর-পশ্চিম

৭। জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণত কোন জেলায় তাপমাত্রা বেশি থাকে?

ঢাকা

নোয়াখালী

বগুড়া

দিনাজপুর

৮। সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী?

ধলেশ্বরী

তিতাস

বরাক

কালনী

৯। তথ্য অধিকার আইন নিশ্চিত করে -
(i) কার্যক্রমের স্বচ্ছতা আনা
(ii) আইনের শাসন প্রতিষ্ঠা
(iii) দক্ষতা বৃদ্ধিতে সহায়তা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১০। মিস. কাজল শিক্ষিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক সম্পত্তির বণ্টন নিশ্চিত করতে জাতিসংঘের ১টি অঙ্গসংস্থায় চাকুরি করেন। মিস. কাজলের কর্মরত সংস্থার নাম কি ?

UNIFEM

UNFPA

UNHCR

UNDP

১১। জাতিসংঘের অধীনে বিশ্বের কতটি দেশে বাংলাদেশি সৈন্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে?

১০

১১

১৭

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চট্টগ্রাম পেপার মিলে আখের ছোবড়া কাজে লাগিয়ে কাগজ তৈরি করা হয়। মিলে তৈরিকৃত কাগজ বাংলাদেশের চাহিদা অনেকাংশে পূরণ করে।

১২। অর্থনীতির ভাষায় উপযুক্ত পেপার মিলে কাগজ তৈরির প্রক্রিয়াকে কী বলে?

বন্টন

উৎপাদন

ভোগ

সংগঠন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চট্টগ্রাম পেপার মিলে আখের ছোবড়া কাজে লাগিয়ে কাগজ তৈরি করা হয়। মিলে তৈরিকৃত কাগজ বাংলাদেশের চাহিদা অনেকাংশে পূরণ করে।

১৩। উপরিউক্ত কারখানায় নিয়োজিত শ্রমিকেরা কাজ করার মাধ্যমে পায়-
(i) মজুরি
(ii) শিল্প দ্রব্য
(iii) মূলধন

i

ii

ii ও iii

i, ii ও iii

১৪। তুবা ৫ম শ্রেণির শিক্ষার্থী। দরিদ্রতার কারণে সে প্রতিবেশীর বাড়িতে বিকাল ৪টায় কাজ করার জন্য গেলে শ্রম আইন ২০০৬ অনুযায়ী কয়টার সময় সে ছুটি পাবে?

সকাল ৮ টায়

সন্ধ্যা ৭ টায়

রাত ৯ টায়

রাত ১০ টায়