পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

১। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

১৯৫৪

১৯৬৫

১৯৬৯

১৯৭০

২। পাকিস্তান সৃষ্টির পূর্বেই কোন বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়?

প্রস্তাবিত রাষ্ট্রের সংবিধান কেমন হবে

প্রস্তাবিত রাষ্ট্রের রাজধানী কোথায় হবে

প্রস্তাবিত রাষ্ট্রের ভাষা কি হবে

প্রস্তাবিত রাষ্ট্রের বৈদেশী নীতি কি হবে

৩। নিম্নের কোন বিষয়গুলো যুক্তফ্রন্টের ২১ দফা দাবির অন্তর্ভুক্ত ছিল?
(i) ক্ষতিপূরণসহ জমিদারি প্রথার উচ্ছেদ করা হবে
(ii) সমবায় কৃষি ব্যবস্থার প্রবর্তন করা হবে
(iii) বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। কাকে দিয়ে প্রথম শহিদ মিনার উদ্ধোধন করা হয়?

শফিউরের পিতা

আব্দুর রউফের পিতা

সালামের পিতা

আব্দুল বরকতের পিতা

৫। বাংলাদেশের ইতিহাসে ১৯৯০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ -
(i) হুসেইন মুহাম্মদ এরশাদের পতন
(ii) গণতন্ত্রের পুনঃযাত্রা
(iii) সামরিক শাসনের পতন

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আহমেদের পিতা একজন মুক্তিযোদ্ধা। একদিন তিনি আহমেদকে বললেন, “আমরা” যুদ্ধ করেছি একটি সংগঠনের পরিচালনায়, যে সংগঠনটি ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নিয়েছিল।

৬। উদ্দীপকের সঙ্গে কোন সংগঠনটির সাদৃশ্য আছে?

মুজিবনগর সরকার

উপদেষ্টা পরিষদ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

জাতিসংঘ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আহমেদের পিতা একজন মুক্তিযোদ্ধা। একদিন তিনি আহমেদকে বললেন, “আমরা” যুদ্ধ করেছি একটি সংগঠনের পরিচালনায়, যে সংগঠনটি ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নিয়েছিল।

৭। উক্ত সংগঠনটির প্রধান উদ্দেশ্য ছিল-

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন

মুক্তিযুদ্ধ পরিচালনা করা

বিদ্রোহ প্রসমন

শান্তি স্থাপন

৮। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারও প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না- উক্তিটি কার?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তাজউদ্দিন আহমেদ

সৈয়দ নজরুল ইসলাম

এ.এইচ.এম. কামরুজ্জামান

৯। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা হচ্ছে -

নির্দিষ্ট ভূখণ্ড

জনসমষ্টি

সার্বভৌমত্ব

সরকার

১০। "ক" দেশের সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য একটি যাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এটি রাষ্ট্রের কী ধরনের কাজ?

ঐচ্ছিক

অপরিহার্য

মুখ্য

প্রাথমিক

১১। কোন তারিখে জাতিসংঘ দিবস উদযাপিত হয় ?

২৪ অক্টোবর

২৪ নভেম্বর

২৪ ডিসেম্বর

৩০ ডিসেম্বর

১২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কাজ করছে-

স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে

পোলিও নিবারনের ক্ষেত্রে

এইডস নিবারণের জন্য

নারী স্বাস্থ্য নিয়ে

১৩। নিচের কোনটি সমষ্টিগত সম্পদ ?

বাড়ি

গাড়ি

নদী

শিল্প

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আফজাল একজন শিল্পপতি। তার মূল উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।

১৪। জনাব আফজালের কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত?

সমাজতান্ত্রিক

ধনতান্ত্রিক

মিশ্র

ইসলামি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আফজাল একজন শিল্পপতি। তার মূল উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।

১৫। উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
(i) অবাধ প্রতিযোগিতা
(ii) শ্রমিক শোষণ
(iii) জনগণের কল্যাণ সাধন

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৬। কত সালে বিশ্বে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়?

১৯৮১

১৯৮৯

১৯৯৫

২০০০

১৭। সমাজে নৈরাজ্য কখন দেখা দেয়?

যখন রাষ্ট্রযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়

যখন বিদেশীরা আক্রমণ করে

যখন অর্থসংকট দেখা দেয়

যখন সামাজিক পরিবর্তন দ্রুত হয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জুলেখা অর্থের অভাবে লেখাপড়া ছেড়ে দিয়ে ঢাকায় চাকরির খোঁজে আসে। একদিন সে বখাটেদের নির্যাতনের শিকার হয়।

১৮। জুলেখার নির্যাতিত হওয়ার পেছনে কোন কারণটি ক্রিয়াশীল?

শিক্ষার অভাব

দারিদ্র

শিল্পায়ন

নগরায়ন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জুলেখা অর্থের অভাবে লেখাপড়া ছেড়ে দিয়ে ঢাকায় চাকরির খোঁজে আসে। একদিন সে বখাটেদের নির্যাতনের শিকার হয়।

১৯। জুলেখার প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজে করণীয়গুলো হলো-
(i) নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণ
(ii) আইন প্রণয়ন
(iii) নারী নির্যাতনকারীদের শাস্তি প্রদান

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii