পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। ১৯৬৫ সালের ৬ই সেপ্টেম্বর শুরু হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিন অব্যাহত ছিল?

১১

১৫

১৭

২১

২। ১৯৪৮ সালের কত তারিখে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?

২০ মার্চ

২১ মার্চ

২২ মার্চ

২৩ মার্চ

৩। ছয় দফার উদ্দেশ্য কি ছিল?

জনগণের অধিকার রক্ষা

বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দান

২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে ঘোষণা করা

শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা

৪। ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে-
(i) আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে
(ii) বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে
(iii) জনগণ ৬ দফা ও ১১ দফার প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে

i ও ii

ii ও iii

i, ii ও iii

i ও iii

৫। ১৫ মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন কে?

নুরুল আমিন

জুলফিকার আলী ভুট্টো

খাজানা নাজিমুদ্দিন

রাও ফরমান আলী

৬। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

তাজউদ্দিন আহমদ

৭। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহণ করেন?

২৬ মার্চ

১০ এপ্রিল

১৭ এপ্রিল

১৬ ডিসেম্বর

৮। ১৯৭২ সালের সংবিধান-

বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।

অলিখিত ও সুপরিবর্তনীয়

সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা

২০ বার সংশোধিত হয়েছে

৯। বাংলাদেশকে কেন ভূমিকম্প প্রবণ অঞ্চল বলা হয়?

বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত

এই এলাকায় নবীন অবস্থিত

শিলা ধসে পড়ার কারণে

প্লেটসমূহের সংঘর্ষের ফলে ভূ-ত্বকে ফাটলের সৃষ্টি হয়

১০। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.?

১৫১ সে.মি.

১৪৯ সে.মি.

১৪৭ সে.মি.

১৪৫ সে.মি.

১১। পানি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলি হলো-
(i) পানির সদ্ব্যবহার নিশ্চিত করা
(ii) নদীভাঙন রোধ করা
(iii) পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা

i ও ii

ii ও iii

i, ii ও iii

i ও iii

১২। বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি ?

১০ %

১১ %

১২ %

১৩ %

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


একটি বিশেষ শাসন ব্যবস্থায় জনগণই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত জনপ্রতিনিধিগণ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাদের গৃহীত সিদ্ধান্ত কখনও নতুন আইন হিসেবে চালু হতে পারে

১৩। উদ্দীপকে বর্ণিত আইনের উৎস কোনটি?

প্রথা

ধর্ম

আইনসভা

বিজ্ঞানসম্মত আলোচনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


একটি বিশেষ শাসন ব্যবস্থায় জনগণই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত জনপ্রতিনিধিগণ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাদের গৃহীত সিদ্ধান্ত কখনও নতুন আইন হিসেবে চালু হতে পারে

১৪। সরকার-
(i) রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান
(ii) সকল রাষ্ট্রে একই প্রকৃতির হয়
(iii) রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ

i ও iii

i ও ii

ii ও iii

i, ii ও iii

১৫। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলি হলো -
(i) রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা
(ii) নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা
(iii) জাতীয় নিরাপত্তা রক্ষা

i ও iii

i ও ii

i, ii ও iii

ii ও iii

১৬। UNICEF কী উদ্দেশ্য বাংলাদেশে কাজ করছে?

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে

সুবিধা বঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে

বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশিত করনের জন্য

বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নের জন্য

১৭। বিশ্ব শান্তির রক্ষাকারী প্রতিষ্ঠান কোনটি?

WHO

FAO

EU

UN

১৮। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি কী কী?

মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, ফ্রান্স ও চীন

মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও চীন

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, চীন ও জাপান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ক একটি আন্তর্জাতিক সংস্থা যার কিছু অঙ্গ সংস্থা আছে। খ তেমনই একটি অঙ্গ সংস্থা। 'খ' এর কার্যালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত

১৯। অঙ্গ সংস্থা খ এর প্রকৃত নাম কী ?

নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক বিচারালয়

সাধারণ পরিষদ

ওছি পরিষদ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ক একটি আন্তর্জাতিক সংস্থা যার কিছু অঙ্গ সংস্থা আছে। খ তেমনই একটি অঙ্গ সংস্থা। 'খ' এর কার্যালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত

২০। "খ" একটি অঙ্গ সংস্থা -
(i) যার কাজ হচ্ছে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা
(ii) যাকে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বলা হয়
(iii) যা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২১। বর্তমান বিশ্বের কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে ?

সাত প্রকার

ছয় প্রকার

পাঁচ প্রকার

চার প্রকার

২২। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?

উৎপাদনের উপকরণসমূহ রাষ্ট্রীয় মালিকানাধীন

উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তি মালিকানাধীন

উৎপাদকের উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই

প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।