পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলা ২য় পত্র - 102

১। "এ" ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?

শেষে

মধ্যে

আদিতে

আদি-অন্ত্যে

২। ‘হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে" – এ বাক্যের উপসর্গগুলো হলো-

তৎসম

বাংলা

ফারসি

আরবি

৩। "মহিমা" শব্দের সঠিক প্রকৃতি-প্রতায় কোনটি?

মহি + মা

মহা + ইমা

মহা + ইমন

মহৎ + ইমন

৪। "মহাকীর্তি"-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

মহান কীর্তি যার

মহা যে কীর্তি

মহতী যে কীর্তি

মহান যে কীর্তি

৫। "মনীষা"-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

মনস্ + ঈষা

মনঃ + ঈষা

মনশ + ঈষা

মনি + ঈষা

৬। "থেকে থেকে শিশুটি কাঁদছে" - এখানে "থেকে থেকে" দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

সতর্কতা

ভাবের প্রগাঢ়তা

কালের বিস্তার

আধিক্য

৭। এক এককের চার ভাগের এক ভাগকে বলা হয়-

তেহাই

চৌথা

আধা

পৌনে

৮। "সত্য পথে থেকে সত্য কথা বল"-এ বাক্যে "সত্য" কোন পদ?

বিশেষ্য

বিশেষণ

বিশেষণের বিশেষণ

ভাববাচক বিশেষণ

৯। "শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।" এ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহার হয়েছে?

নাম ধাতুর ক্রিয়া

প্রযোজক ক্রিয়া

যৌগিক ক্রিয়া

মিশ্র ক্রিয়া

১০। "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

ব্যাপ্তি

মধ্যে

কারণে

নিমিত্ত

১১। তুমি বাড়ি যাবে, না আমি যাব? এ বাক্যে "না" কী অর্থে ব্যবহৃত হয়েছে?

আদেশ

বিকল্পার্থে

নিরর্থকভাবে

বিশেষার্থে

১২। "সেইটেই ছিলো আমার প্রিয় কলম"-এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?

নির্দিষ্টতা

অনির্দিষ্টতা

সুনির্দিষ্টতা

নিরর্থকতা

১৩। "পরীক্ষায় সফল হও"- এটি কোন ধরনের বাক্য?

বিবৃতিমূলক

আদেশ সূচক

বিস্ময় সূচক

ইচ্ছাসূচক

১৪। "মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে"- এটি কোন বাক্যের উদাহরণ?

সরলবাক্য

যৌগিকবাক্য

জটিলবাক্য

মিশ্রবাক্য

১৫। "জগতে কীর্তিমান হয় সাধনায়। -এখানে "সাধনায়" কোন কারকের উদাহরণ?

কর্তৃ

কর্ম

করণ

অধিকরণ

১৬। "বিদ্বানকে সকলেই আদর করে।" -এটি কোন বাচ্য?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্মকর্তৃবাচ্য

১৭। "তিনি বললেন যে বইটা তাঁর দরকার।" -বাক্যটি কীসের উদাহরণ?

প্রত্যক্ষ উক্তির

কর্মবাচ্যের

কর্তৃবাচ্যের

পরোক্ষ উক্তির

১৮। "আকাশ" শব্দের সমার্থক শব্দ কোনটি?

অশনি

অম্বর

বিভাধরা

অবনী