পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
বাংলা ২য় পত্র - 102

১। কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ?

২। নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?

অ, অঘা, অজ, উপ

আ, সু, বি, নি

আ, উপ, অপ, অনা

অনা, ইতি, কু, সে

৩। "মহিমা" শব্দের সঠিক প্রকৃতি-প্রতায় কোনটি?

মহি + মা

মহা + ইমা

মহা + ইমন

মহৎ + ইমন

৪। ‘উপজীবিকা" অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?

গেঁয়ো

মেছো

টেকো

গেছো

৫। অব্যয়ীভাব সমাসে কোনটি প্রধান?

পরপদ

পূর্বপদ

উভয়পদ

ভিন্নপদ

৬। ‘বসতবাড়ি" কোন ধরনের তৎপুরুষ সমাস?

দ্বিতীয়া

তৃতীয়া

চতুর্থী

পঞ্চমী

৭। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

তস্কর

নিষ্কর

দুস্তর

দুষ্কর

৮। "পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির"-এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ভাবের গভীরতা

পৌনঃপুনিকতা

অনুভূতি বা ভাব

বিশেষণ

৯। সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?

যে, তারা, তা

তিনি, তা, কারা

তাঁরা, তাঁদের, তিনি

তুই, তোরা, তারা

১০। “সামান্য একটু দুধ দাও”- এ বাক্যে "সামান্য" কোন পদ?

বিশেষ্য

অব্যয়

সর্বনাম

বিশেষণ

১১। "পাথুরে মূর্তি"-এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?

উপাদানবাচক

রূপবাচক

অবস্থাবাচক

গুণবাচক

১২। আদেশ, নিষেধ, উপদেশ অর্থে ক্রিয়াপদে কোন ভাব হয়?

আকাঙ্ক্ষা

সাপেক্ষ

নির্দেশক

অনুজ্ঞা

১৩। ‘অনুসর্গের’—অপর নাম কী?

বিভক্তি

অনন্বয়ী অব্যয়

কর্মপ্রবচনীয়

অনুগামী সমুচ্চয়ী অব্যয়

১৪। "কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না" – এখানে কী প্রকাশে অব্যয়ের প্রয়োগ হয়েছে?

ঘৃণা

যন্ত্রণা

সম্মতি

স্বীকৃতি

১৫। অপাদান কারকের উদাহরণ কোনটি?

তিলে তৈল আছে

ফুলে ফুলে ঘর ভরেছে

সুক্তি থেকে মুক্তো মেলে

বাড়ি থেকে নদী দেখা যায়

১৬। করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

মেয়েটির চুল লাল ফিতা বাঁধা

ঠাণ্ডা জলে বাষ্প হয় না

শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

দুঃখ যেন করিতে পারি জয়

১৭। কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?

কর্মকে

কর্তাকে

ভাবকে

অর্থকে

১৮। "গতকল্য"-এই কালসূচক শব্দটির পরোক্ষ উক্তিটি কী হবে?

পরদিন

আগের দিন

পূর্বদিন

আগামীকাল

১৯। "দায়িত্ব গ্রহণ" অর্থে কোনটি প্রযোজ্য?

মাথা ধরা

মাথা দেওয়া

মাথা ব্যথা

মাথা ঘামানো

২০। "কেতাদুরস্ত" -বাগধারাটির অর্থ কী?

ঘরকুনো

নিতান্ত অলস

সামান্য

পরিপাটি

২১। “কাঁঠালের আমসত্ত্ব” -কথাটির অর্থ কী?

ক্ষণস্থায়ী বস্তু

দুর্লভ বস্তু

অসম্ভব বস্তু

সহজলভ্য বস্তু

২২। কোনটি ‘সমুদ্র’- শব্দের সমার্থক শব্দ?

চিকুর

তটিনি

মাতঙ্গ

বারিধি