পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
বাংলা ২য় পত্র - 102

১। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ফলা

কার

মাত্রা

অক্ষর

২। "কদাকার" শব্দের "কদ্" উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

নিন্দিত

পূর্ণতা

নিকৃষ্ট

উৎকৃষ্ট

৩। "নাটিকা"-তে কী অর্থে "ইকা" প্রত্যয় যুক্ত হয়েছে?

সমার্থে

বৃহদার্থে

ক্ষুদ্রার্থে

বিপরীতার্থে

৪। "চলিষ্ণু" শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো-

√চল+ষ্ণু

√চল্ +ঈষ্ণু

√চল্ +ইষ্ণু

√চল+উষ্ণু

৫। "মহাকীর্তি"-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

মহান কীর্তি যার

মহা যে কীর্তি

মহতী যে কীর্তি

মহান যে কীর্তি

৬। "যথার্থ" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

যথা + অর্থ

যথো + অর্থ

যথা + আর্থ

যথঃ + অর্থ

৭। "আমি আজ জ্বর জ্বর বোধ করছি" - এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?

আধিক্য

ধারাবাহিকতা

অনুরূপ

সামান্য

৮। ‘অনুসর্গের’—অপর নাম কী?

বিভক্তি

অনন্বয়ী অব্যয়

কর্মপ্রবচনীয়

অনুগামী সমুচ্চয়ী অব্যয়

৯। পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?

পরে

প্রথমে

মাঝে

প্রথমে ও পরে

১০। আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি— এটি কোন ধরনের বাক্য?

মিশ্র বাক্য

যৌগিক বাক্য

সরল বাক্য

খণ্ড বাক্য

১১। জিজ্ঞাসিব জনে জনে এখানে "জনে জনে" কোন কারকে কোন বিভক্তি?

করণে ৭মী

কর্মে ৭মী

অধিকরণে ৭মী

অপাদানে ৭মী

১২। "আমার যাওয়া হবে না"- এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্মকর্তৃবাচ্য

১৩। "উড়নচণ্ডী" বাগধারাটির অর্থ কী?

মিতব্যয়ী

অমিতব্যয়ী

অকালপক্ব

হতভাগ্য

১৪। "সমুদ্র" শব্দটির প্রতিশব্দ কোনটি?

তটিনী

স্রোতস্বিনী

সলিল

জলধি

১৫। "যশ" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

খ্যাতি

অপযশ

প্রশংসা

বিড়ম্বনা