পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
বাংলা ২য় পত্র - 102

১। উচ্চারণের দিক দিয়ে নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি নিচের কোনটি?

২। "রামছাগল" শব্দে ব্যবহৃত "রাম" উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

নন্দনীয়

উৎকৃষ্ট

কম

নিকৃষ্ট

৩। "আ" প্রত্যয়যোগে সমষ্টি অর্থে কোনটি ব্যবহৃত?

চোরা

বাঘা

চোখা

বিশা

৪। "মুক্তি" শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

√মুচ্ + ক্তি

√মুক্ + তি

√মুচ্ + তি

√মু + ক্তি

৫। ক্ষুদ্রার্থে "ইকা" প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

সেবিকা

পুস্তিকা

নায়িকা

বালিকা

৬। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

নাহক

অনুধাবন

বসতবাড়ি

নরাধম

৭। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

ব্যাধিকরণ বহুব্রীহি

প্রত্যয়ান্ত বহুব্রীহি

ব্যতিহার বহুব্রীহি

সমানাধিকরণ বহুব্রীহি

৮। কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?

ভাস্কর

দুষ্কর

নিস্সন্দ

নমস্কার

৯। "কাঁচকলা"-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?

কাঁচ + কলা

কাচ + কলা

কাঁচা + কলা

কাচা + কলা

১০। "ভয়ে গা ছম ছম করছে।"- এ বাক্যের ছম ছম" অব্যয়ে দ্বিরুক্তি দ্বারা কোনটি বোঝাচ্ছে?

ভাবের গভীরতা

ধ্বনি ব্যঞ্জনা

অনুভূতি

পৌনঃপুনিকতা

১১। নিচের কোনটি তারিখবাচক শব্দ?

এক

পহেলা

প্রথম

১২। নিচের কোনটি অন্যাদিবাচক সর্বনাম?

কোন

খোদ

অপর

১৩। "সাইরেন বেজে উঠল"- কোন ক্রিয়ার উদাহরণ?

যৌগিক ক্রিয়া

প্রযোজক ক্রিয়া

নামধাতুর ক্রিয়া

মিশ্র ক্রিয়া

১৪। কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?

মন দিয়ে লেখাপড়া কর

আমি বাড়ি যাই

পরিশ্রম করলে সফল হবে

তার বাবা বেঁচে থাকলে তার এত কষ্ট হতো না

১৫। "দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।"- এখানে "সনে" শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

প্রতি

সঙ্গে

বিরুদ্ধগামিতা

সহগামিতা

১৬। কোন বাক্যে "বিরক্তি প্রকাশে" অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?

উঃ! পায়ে বড্ড লেগেছে।

তুমি এত নীচ লোক তা জানতাম না।

হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী।

কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।

১৭। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ-

টাক, টুক, টুকু

গুলি, গুলা, গুলো

খানা, খানি, গাছা

কেতা, তা, পাটি

১৮। স্বরান্ত শব্দের উত্তর "এ" বিভক্তির রূপ হয়-

"য়" বা "য়ে"

"কে" বা "রে"

"গুলি" বা "গুলো"

"রা" বা "এরা"

১৯। নিমিত্তার্থে "কে" বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়?

দ্বিতীয়

চতুর্থী

পঞ্চমী

ষষ্ঠী

২০। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?

তিন প্রকার

চার প্রকার

পাঁচ প্রকার

ছয় প্রকার

২১। কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?

সকর্মক

অকর্মক

সমাপিকা

অসমাপিকা

২২। বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কীসের পরিবর্তন করতে হয়?

অর্থের

কালের

ভাবের

সর্বনামের

২৩। ‘গোল্লায় যাওয়া" বাগধারাটির অর্থ কী?

অসৎ কাজ করা

খারাপ কাজে যাওয়া

দোষের কাজ করা

নষ্ট হওয়া

২৪। কোন বাগধারাটির অর্থ "সম্মান বাঁচানো"?

মুখ ছোটা

মুখ রক্ষা

মুখ করা

মুখ ধরা

২৫। "দেহ" এর সমার্থক শব্দ নিচের কোনটি?

ভানু

সুত

তনু

পাবক

২৬। "গৃহী" এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি?

সন্ন্যাসী

সংসারী

বর্জন

ঘাত