পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
বাংলা ২য় পত্র - 102

১। শ, ষ, স-এ তিনটি বর্ণকে বলে-

স্পর্শ বর্ণ

শিস বর্ণ

উষ্ম বর্ণ

পার্শ্বিক বর্ণ

২। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

২২টি

২৩টি

২৪টি

২৫টি

৩। উপসর্গের কাজ কী?

যতিচিহ্ন সংস্থাপন

বর্ণ সংস্থাপন

নতুন অর্থবোধক শব্দ গঠন

ভাবের পার্থক্য নিরূপণ

৪। কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?

ক্রিয়া প্রগতি

কৃদন্ত পদ

প্রকৃতি

ক্রিয়া পদ

৫। নিচের কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?

উপমান কর্মধারয়

মধ্যপদলোপী কর্মধারয়

রূপক কর্মধারয়

উপমিত কর্মধারয়

৬। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

বিশেষ্য

কৃদন্ত

বিশেষণ

সর্বনাম

৭। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

নিরস

সংস্কার

উত্থাপন

তস্কর

৮। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি?

সংস্কৃত

তৎসম

তস্কর

পরস্পর

৯। "চিক চিক করে বালি কোথা নাই কাদা"- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

বিশেষ্যের বিশেষণ

অব্যয়ের বিশেষণ

বিশেষণের বিশেষণ

ক্রিয়া বিশেষণ

১০। কোনটি পূরণ বাচক সংখ্যা?

নবম

দোসরা

কুড়ি

দশ

১১। "শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে" - বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

যৌগিক ক্রিয়া

নামধাতুর ক্রিয়া

প্রযোজক ক্রিয়া

মিশ্র ক্রিয়া

১২। "বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা।"- এখানে "বিনে" কী অর্থ প্রকাশ করেছে?

সঙ্গে

প্রয়োজনে

ব্যতিরেকে

আবশ্যিকতা

১৩। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বুঝায়?

কেতা

গাছি

গুলিন

টো

১৪। "বাবা বাড়ি নেই" – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?

কর্মে শূন্য

কর্তায় শূন্য

অধিকরণে শূন্য

অপাদানে ২য়া

১৫। কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

তোমাকে পড়তে হবে

রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে

বাঘে-মহিষে একঘাটে জল খায়

১৬। "বাঁশি বাজে ঐ মধুর লগনে" – এটা কোন বাচ্যের উদাহরণ?

কর্মকর্তৃবাচ্য

কর্মবাচ্য

কর্তৃবাচ্য

ভাববাচ্য

১৭। "শব্দের আভিধানিক অর্থকে কী বলে?

লক্ষ্যার্থ

বাচ্যার্থ

আসত্তি

যোগ্যতা

১৮। "মণিকাঞ্চন যোগ"- এর সমার্থক বাগ্ধারা কোনটি?

সোনায় সোহাগা

দহরম-মহরম

শিরে সংক্রান্তি

কেতাদুরস্ত

১৯। "পৃথিবী" শব্দের সমার্থক শব্দ—

অর্ণব

অম্বু

অবনী

অরণী