পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে-

৮, ১০, ৩২

৮, ১২, ৩০

১০, ৮, ৩২

১২, ৮, ৩০

২। উচ্চারণ স্থানানুযায়ী র, ড়, ঢ় কোন ধরনের বর্ণ?

তালব্য

মূর্ধন্য

কম্পন

তাড়নজাত

৩। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত "অ" কেমন উচ্চারণ হয়?

সংবৃত

বিবৃত

প্রকৃত

অপ্রকৃত

৪। কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে?

অচিন দেশের অচেনা মানুষ

অজপাড়া গাঁয়ের অজমূর্খ

সুদিনে সুকাজ সম্পন্ন হয়

ইতিপূর্বে এই ইতিহাস শুনিনি

৫। "চন্দ্রমুখ" শব্দের ব্যাসবাক্য কোনটি?

চন্দ্ৰ যে মুখ

চন্দ্র রূপ মুখ

মুখ চন্দ্রের ন্যায়

মুখ ও চন্দ্র

৬। কোন শব্দটি আ + এ = ঐ নিয়মে সাধিত সন্ধি?

জনৈক

সদৈব

হিতৈষী

সবৈধ

৭। সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?

ভাববাচক বিশেষ্য

গুণবাচক বিশেষণ

গুণবাচক বিশেষ্য

ভাব বিশেষণ

৮। "বিশ্বনবি" কোন ধরনের বিশেষ্য?

সংজ্ঞাবাচক

গুণবাচক

বস্তুবাচক

ব্যক্তিবাচক

৯। আদেশ, নিষেধ, উপদেশ অর্থে ক্রিয়াপদে কোন ভাব হয়?

আকাঙ্ক্ষা

সাপেক্ষ

নির্দেশক

অনুজ্ঞা

১০। সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়- বাক্যে "উঠলে" কোন ক্রিয়া?

সমাপিকা

অসমাপিকা

যৌগিক

মিশ্র

১১। অন্যায় কাজ করো না- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করেছে?

নির্দেশক ভাব

অনুজ্ঞা ভাব

সাপেক্ষ ভাব

আকাঙ্ক্ষা ভাব

১২। কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?

ও, এবং

কিংবা, বরং

যদি, যেন

এবং, কিন্তু

১৩। "সুতি কাপড় অনেক দিন টিকে।"- এ বাক্যটি কীসের উদাহরণ?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

কর্মকর্তৃবাচ্য

ভাববাচ্য

১৪। "আমাকে পড়তে হচ্ছে" – বাক্যটি কোন বাচ্য?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্মকর্তৃবাচ্য

১৫। প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল" পরোক্ষ উক্তিতে কী হবে?

আগের দিন

পূর্বদিন

পরদিন

সেদিন

১৬। কোনটি "অলক" শব্দের প্রতিশব্দ?

নন্দন

তমসা

চিকুর

মেঘলা