পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা সিলেট বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101

১। "দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না" প্রমথ চৌধুরী মন্তব্যে কি প্রকাশ পেয়েছে?

জাতীয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা

স্বাস্থ্য সেবার খণ্ডিত রূপ

মানুষের স্বাস্থ্যের প্রতি উদাসীনতা

শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা

২। পল্লি মায়ের শাশ্বত রূপ ফুটে উঠেছে "আম-আটি ভেঁপু" গল্পের কোন চরিত্রে?

দূর্গা

নীলমণি

স্বর্ণ গোয়ালিনী

সর্বজয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রফিক মায়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে উঠে। সে প্রলাপ করে বলে তার মা মরতেই পারে না। তার চাচা বলেন অস্থির হয়ো না। মৃত্যু মানুষের ভাগ্য এবং শেষ পরিণতি।

৩। উদ্দীপকে রফিকের চাচার সাথে ‘মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধের মিল পাওয়া যায় কার?

হযরত মুহম্মদ (স.)

হযরত আবু বকর (রা.)

হযরত ওমর (রা.)

হযরত আয়েশা (রা.)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রফিক মায়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে উঠে। সে প্রলাপ করে বলে তার মা মরতেই পারে না। তার চাচা বলেন অস্থির হয়ো না। মৃত্যু মানুষের ভাগ্য এবং শেষ পরিণতি।

৪। উদ্দীপকের চাচার সঙ্গে পাঠ্যবইয়ের বক্তার মানসিকতার মিল রয়েছে-
(i) যুক্তিবাদী মানসিকতার
(ii) আবেগপ্রবণতার
(iii) দৃঢ় মনোবলের

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৫। বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের -
(i) পাতা, বাকল
(ii) শিকড়, পাতা
(iii) বাকল ও ছায়া

i

ii ও iii

i ও iii

i, ii ও iii

৬। অর্থচিন্তার নিগড়ে বন্দি কারা?

ধনী ও দরিদ্র্য

কুলি ও মজুর

শিক্ষক ও ছাত্র

চাষি ও ব্যবসায়ী

৭। ১৭ই মে সোমবার ১৯৭১ সালের আজকের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল?

৫৫

৫৬

৫৭

৫৮

৮। প্রবন্ধের প্রধান বাহন কি?

চরিত্র

কাহিনি

সংলাপ

বিষয়বস্তু

৯। ‘আয়ু যেন শৈবালের নীর’- এর দ্বারা বোঝানো হয়েছে-

জীবন কুসুমাস্তীর্ণ নয়

এ জীবন ক্ষণস্থায়ী

আয়ু ক্রমান্বয়ে ফুরিয়ে যায়

জীবন অবিনশ্বর নয়

১০। 'ওহে জীব কর আকিঞ্চন'- বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কী?

উন্নতি

ক্রন্দন

আকাঙ্ক্ষা

আকুতি

১১। নিচের কোন বানানটি শুদ্ধ-

ক্ষীণ

শির্ন

জীর্ন

সিরনি

১২। ‘বেলা-অবেলা কালবেলা’ গ্রন্থ কার লেখা?

সত্যেন্দ্রনাথ দত্ত

জীবনানন্দ দাশ

যতীন্দ্রমোহন বাগচী

হেমন্ত বন্দ্যোপাধ্যায়

১৩। ‘পল্লিজননী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?

বালুচর

নকশী কাঁথার মাঠ

রাখালী

এক পয়সার বাঁশি

১৪। ‘শহরে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে’- উক্তিটি কী অর্থে বোঝানো হয়েছে?

যুদ্ধের দামামা

শত্রুর আগমন বার্তা

ধ্বংসযজ্ঞের বীভৎসতা

উল্লাসের বার্তা

১৫। "আমার পরিচয়" কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন?

দেশমাতৃকার

সাম্যের

শান্তির

কল্যাণের

১৬। ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো‘ কবিতায় ‘কখন আসবে কবি?‘ এ বাক্যে কবি কে?

নির্মলেন্দু গুণ

আল মাহমুদ

বঙ্গবন্ধু

কামাল চৌধুরী

১৭। বুধার চোখ লাল হয়ে গেলে ওর চাচির কী করতে ইচ্ছে করে?

আদর করতে

বকা দিতে

সান্তনা দিতে

সালাম করতে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঝড়ে গাছচাপা পড়লো সোহেলদের বাড়ি। সবাই মারা গেল শুধু কেমনভাবে যেন বেঁচে গেল সোহেল।

১৮। উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনাকে নির্দেশ করে?

রাজাকারের

কলেরার

মিলিটারির

যুদ্ধের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঝড়ে গাছচাপা পড়লো সোহেলদের বাড়ি। সবাই মারা গেল শুধু কেমনভাবে যেন বেঁচে গেল সোহেল।

১৯। উদ্দীপকের সোহেল ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধার মতো-
(i) এতিম
(ii) অসহায়
(iii) সাহসী

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

২০। বুধা ফুলকলিকে জিলিপি খেতে দিয়েছিল কয়টি?

দুই

তিন

চার

পাঁচ

২১। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন-

দারিদ্রতা

মুক্তিযুদ্ধ

কিশোর মনস্তত্ব

এতিম শিশুর জীবন

২২। “আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?” -উক্তিতে প্রকাশ পেয়েছে তাহেরার-

অসহায়ত্ব

প্রতিবাদ

দূরদর্শিতা

আত্মসমর্পণ

২৩। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

শাহবাজপুর

রেশমপুর

ডেমরা

সুনামগঞ্জ

২৪। মতি মাস্টার কুসংস্কারমুক্ত এবং প্রগতিশীলতায় বিশ্বাসী। এই মতি মাস্টার ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের প্রতিরূপ?

হাশেম

হাতেম

হকিকুল্লার

বহিপীর

২৫। ‘বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে’- উক্তিটি কে করেছে?

তাহেরা

বহিপীর

হাশেম আলি

খোদেজা

২৬। ‘বহিপীর’ নাটকে অপ্রধান চরিত্র কোনটি?

হাতেম আলি

হকিকুল্লাহ

হাশেম আলি

তাহেরা