পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2023

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2023
বাংলা ১ম পত্র - 101

১। মাইনে পনের টাকা শুনে মমতাদির দুচোখে জল এলো কেন?

আনন্দে

কৃতজ্ঞতায়

কষ্টে

উত্তেজনায়

২। "রানার কবিতায়" "নতুন দিনের প্রত্যাশা" প্রকাশ পেয়েছে কোন কথায়?

সহানুভূতির চিঠি

শপথের চিঠি

আকাশ হয়েছে লাল

দেখা দেবে বুঝি প্ৰভাত এখুনি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।”

৩। উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ" কবিতার কোন ভাবটি ধরা পড়েছে?

দেশপ্রেম

স্মৃতিকাতরতা

মিনতি

সংশয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।”

৪। সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে কোন চরণে?

আর কি হে হবে দেখা?

গাবে বঙ্গজ জনের কানে

দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।

সতত, হে নদ, তুমি পড় মোর মনে!

৫। "আমরা তিনজন নই, একজন"–এ উক্তিতে প্রকাশ পেয়েছে—

দেশপ্রেম

প্রতিবাদ

আত্মবিশ্বাস

ঐক্যবোধ

৬। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটক প্রধানত কত প্রকার?

দুই

তিন

চার

পাঁচ

৭। শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধ অনুযায়ী শিক্ষার আসল কাজ কোনটি?

জ্ঞান পরিবেশন

বুদ্ধির বিকাশ

মূল্যবোধ সৃষ্টি

আত্মিক মুক্তি

৮। "তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা" কবিতায় সগীর আলী ছিলেন—

সাহসী

কর্মঠ

জোয়ান

তেজি

৯। কী খেলে বুধার মগজ ভরে?

বাতাস

রোদ

জোছনা

পানি

১০। নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনাকে কী বলা হয়?

কথিকা

ছোট গল্প

প্রবন্ধ

নাটিকা

১১। "পল্লিজননী" কবিতায় ছেলে মাকে সাতনরী সিকাভরে কী রাখতে বলেছে?

হুডুমের কোলা

ঢ্যাপের মোয়া

খেজুরের গুড়

নয়া পাটালি

১২। "প্রবাস বন্ধু" রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে-
(i) সরলতা
(ii) দেশপ্রেম
(iii) আতিথেয়তা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দক্ষ হয়ে করে পরে অনুদান।”

১৩। উদ্দীপকে "নিমগাছ" গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

উপকারিতা

অসহায়ত্ব

মুগ্ধতা

প্রশংসা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দক্ষ হয়ে করে পরে অনুদান।”

১৪। সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থ প্রকাশ ঘটে—

কবির আচরণে

বিজ্ঞদের কথায়

নিমগাছের ইচ্ছায়

কবিরাজের কাজে

১৫। "বুঝেছি কিস্তিমাত করা চাল"— "বহিপীর" নাটকে এ উক্তিটি কার?

তাহেরা

হাতেম আলি

হাশেম আলি

বহিপীর

১৬। "জীবন-সঙ্গীত" কবিতায় কবির মতে কোনটি দুঃখের ফাঁসি পরার শামিল?

সুখের আশা করা

জীবনকে বৃথা ভাবা

সময় অপচয় করা

অতীতকে ডেকে আনা

১৭। "পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল" —এখানে প্রকাশ পেয়েছে—
(i) প্রকৃতির নিত্যতা
(ii) জগতের সৌন্দর্যময়তা
(iii) পৃথিবীর বহমানতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।”

১৮। উদ্দীপকের চরণদ্বয়ে "মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধে বর্ণিত মহানবির কোন গুণটি প্রকাশ পেয়েছে?

নির্লোভ মানসিকতা

নিরহঙ্কারী মনোভাব

চারিত্রিক মহানুভবতা

অনাড়ম্বর জীবনযাপন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।”

১৯। উক্ত গুণ প্রকাশিত হয়েছে যে বাক্যে—
(i) স্বেচ্ছায় তিনি দারিদ্র্যের কন্টকমুকুট মাথায় পরিলেন।
(ii) আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।
(iii) নিঃস্ব কাঙালের বেশে মহানবি মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন।

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২০। "রানার" কবিতায় "নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়?

শপথের চিঠি

সহানুভূতির চিঠি

আকাশ হয়েছে লাল

দেখা দেবে বুঝি প্রভাত এখুনি

২১। আমরা তিনজন নই, একজন" –এ উক্তিতে প্রকাশ পেয়েছে—

দেশপ্রেম

প্রতিবাদ

আত্মবিশ্বাস

ঐক্যবোধ

২২। "গণসূর্যের মঞ্চ" রেসকোর্স ময়দানের কোন প্রান্তে নির্মিত হয়েছিল?

উত্তর

দক্ষিণ

পূর্ব

পশ্চিম

২৩। "শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধ অনুযায়ী শিক্ষার আসল কাজ কোনটি?

জ্ঞান পরিবেশন

আত্মিক মুক্তি

বুদ্ধির বিকাশ

মূল্যবোধ সৃষ্টি