পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলা ১ম পত্র - 101

১। প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা যায়?

ঘরে

জাদুঘরে

লাইব্রেরীতে

গুহায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-
তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।"

২। অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে?

নিম গাছ

মানুষ মুহাম্মদ (স.)

মমতাদি

নিয়তি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-
তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।"

৩। উক্ত রচনার বিষয়বস্তু প্রকাশ পেয়েছে?
(i) মহানুভবতা
(ii) পরোপকারিতা
(iii) ক্ষমাশীলতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। “পায়ের কাঁটার দিকে বার বার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না।”- এ উক্তির ‘পায়ের কাঁটা" হলো-

শিকল

অন্ধকার

ক্ষুধা

কল্পনা

৫। চা খাওয়া শেষ করে আব্দুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?

পাঁচ

আট

দশ

বারো

৬। “ঘরে আর একটি জিনিস ছিল”- ‘মমতাদি" গল্পের এ বাক্যে জিনিসটি হলো-

টাইমপিস

ভাঙ্গা টেবিল

মেরামত করা আর্সি

বছর পাঁচেকের ছেলে

৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকা-
(i) যুদ্ধের খবর জানাত
(ii) মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত
(iii) হানাদারের অপকীর্তি প্রচার করত

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৮। মন্ময় প্রবন্ধে লেখকের কোনটি প্রধান হয়ে ওঠে?

পাণ্ডিত্য

ব্যক্তি হৃদয়

বুদ্ধি

জ্ঞানের পরিচয়

৯। "বঙ্গবাণী" কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?

মারফত জ্ঞানহীন

মাতৃভাষা বিদ্বেষী

বাংলাভাষা হিংসাকারী

বিদেশী ভাষা প্রেমী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদেরকে জীবনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশি।

১০। অনুচ্ছেদের বক্তব্যের সাথে কোন কবিতাটির ভাবগত মিল পাওয়া যায়?

আশা

রানার

জীবন সঙ্গীত

মানুষ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদেরকে জীবনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশ।

১১। উক্ত সদৃশ্য বিবেচনার ভিত্তি হল-
(i) জীবনের নশ্বরতা
(ii) সংসারের দায়িত্ব
(iii) মিথ্যা সুখের কল্পনা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১২। “মানুষ ধর মানুষ ভঝ, শোন বলিরে পাগল মন”- এ বাক্যের ভাবের সঙ্গে "মানুষ" কবিতার কোন চরণের সাদৃশ্য করা যায়?

ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!

তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।

ভেঙ্গে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার।

১৩। রানার কোনটিকে বেশি ভয় পায়?

দস্যুর আক্রমণ

চিঠির বোঝা

কালো রাত

সূর্য ওঠা

১৪। “অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।”- এ চরণে প্রকাশ পেয়েছে-
(i) বর্বরতা
(ii) নৃশংসতা
(iii) বিশ্বাসঘাতকতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৫। কবি নির্মলেন্দু গুণ ৭ মার্চের ভাষণকে ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প‘ যে দৃষ্টিতে বলেছেন তা হলো-
(i) মুক্তির আকুতি
(ii) স্বাধীনতার পদধ্বনি
(iii) বাঙালির ঐক্য

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৬। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন?

প্রতিশোধ নিতে

প্রতিহিংসায়

অন্যের প্ররোচনায়

দেশ রক্ষায়

১৭। “একটা কিছু তোমাদের আমি দেবই”- বুধার এ উক্তিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

প্রতিশ্রুতি

প্রতিরোধ

শপথ

প্রতিশোধ

১৮। কার কাঁধে মাথা রেখে নিতু ঘুমিয়ে যেত?

বিনুর

শিলুর

তালেবের

বুধার

১৯। বুধার চোখ লাল হয়ে যায় কেন?

মনের ক্ষোভে

আগুনের ধোয়ায়

মরিচের ঝালে

চোখে বালি পড়ায়

২০। ‘ঝোপ বুঝে কোপ মারা’- এ প্রবাদের ভাবার্থ ধারণ করা চরিত্র কোনটি?

বহিপীর

হাতেম আলি

খাদেজা

হামেশ আলি

২১। “একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে”-‘বহিপীর’ নাটকের এ উক্তিটি কার?

হামেশ আলির

হাতেম আলির

খোদেজার

তাহেরার

২২। “বয়স হলেও পীর হলো পীর”- খোদেজার এ উক্তিতে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?

কুসংস্কারাচ্ছন্নতা

ধর্মভীরুতা

পতিভক্তি

সামাজিকতা