আমাদের স্কুল
সময়ঃ
শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড
মুখস্ত বিদ্যার চর্চায় উৎসাহিত করে
সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না
কেবল পাশ করতে উদ্বুদ্ধ করে
স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয়
আজকাল চাষাদের ঘরের লক্ষী বাঁধা
ফের দ্যাখো না এই জ্বরে পড়লো বলে?
ও দুগ্গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন
ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই
ভীত ব্যাক্তিটিকে অভয় দেয়াকে
তায়েফবাসীকে ক্ষমা করাকে
মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
অপমানের শর্ত মেনে নেয়াকে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জবের মিয়া দীর্ঘদিন ধরে একটি ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জবের মিয়া তার যত্ন নেয়। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললেও চাল কেনার টাকা দিয়ে গম-ভূসি এনে খাওয়ায়। বস্তুত জবের মিয়া ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে।
ডাল
বাকল
পাতা
ফুল
গালে হাত বুলিয়ে দেওয়ায়
লেবু চেয়ে খাওয়ায়
বাড়ি যেতে চাওআয়
দিদি সম্বোধন করায়
ক্র্যাক প্লাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা আজাদ মিলিটারির হাতে ধরা পড়লে তথ্য আদায়ের জন্য তার উপর অনেক অত্যাচার করা হয়। আজাদের মা সাফিয়া বেগম রমনা থানায় ছেলের সাথে দেখা করতে এসে অত্যাচারের কথা জানতে পেরে ছেলেকে বলেন, ‘শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না।”
জাহানারা ইমাম
রুমী
শরীফ
মতিয়ুর রহমান
ছোটগল্প
নাটক
মহাকাব্য
উপন্যাস
দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামে টাকা পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারন করে দৃঢ়চিত্তে পড়াশোনা করে এবার মেডিক্যাল-এ ভর্তি হয়।
করো না সুখের আশ
বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
হয়ে ভীত হইও না মানব
করো নিত্য নিজ কাজ
i
ii
i ও ii
ii ও iii
বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানির ঈদে বিশাল দুটি গরু কিনে কোরবানি দেন। কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয় । বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢুকাতে এবং নিজ হাতে তিনি তাদের মাঝে মাংস বিতরণ করেন।
দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়ই
গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা
তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি
ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
i ও iii
i, ii ও iii
ঘোর অন্ধকার
মশকের গান
হুতুমের ডাক
কুয়াশার কাফন
রানি
নোলক বুয়া
হরিকাকু
চাচি
দেশপ্রেম
করুণা
মমতা
পরোপকারিতা
সাহসিকতা
প্রতিবাদ
অবাধ্যতা
দৃঢ়তা
বহিপীর
হাশেম
তাহেরা
হাতেম
যুক্তিবাদী
সহানুভূতি
প্রতিবাদী
পরোপকারী