পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লালন শাহ্ মানবতাবাদী মরমি কবি। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন।

১। "বই পড়া" প্রবন্ধ অনুসারে উদ্দীপকের মনীষী লালন শাহ্ হলেন-
(i) যথার্থ গুরু
(ii) স্বশিক্ষিত
(iii) সুশিক্ষিত

i, ii

i, iii

ii, iii

i, ii, iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লালন শাহ্ মানবতাবাদী মরমি কবি। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন।

২। "বই পড়া" প্রবন্ধের কোন বক্তব্যটি উক্ত মনীষীর ক্ষেত্রে প্রযোজ্য?

পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়

শিক্ষা কেউ কাউকে দিতে পারে না

যিনি যথার্থ গুরু তিনি শিষের আত্মাকে উদ্বোধিত করেন

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

৩। কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনে হযরতের মৃত্যু সম্ভাবনায় শত্রুরা আত্মহারা হয়ে পড়ল?

বদর

ওহোদ

খন্দক

খয়বর

৪। ‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’—এখানে ‘সবুজ সায়র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

নিমফুল

নিমফল

নিমপাতা

কচি ডাল

৫। "বিত্ত হতে চিত্ত বড়" –এ বক্তব্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন উক্তির?

ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ

অন্নবস্ত্রের প্রাচুর্যেট চেয়েও মুক্তি বড়

অর্থ সাধনাযই জীবন সাধনা নয়

মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না

৬। মুক্তিযুদ্ধের সময় মে মাসের কত তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছিল?

নয়

পাঁচ

তিন

এক

৭। বাংলা সাহিত্যের যত শাখা আছে, সেসব এর মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ কোনটি?

কাব্য

উপন্যাস

ছোটগল্প

নাটক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অবসাদে ঘুম নেমে এলে
আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।

৮। উদ্দীপকে "কপোতাক্ষ নদ" কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

নদীর প্রতি অনুরাগ

স্মৃতি কাতরতা

স্বদেশ প্রেম

নদীর প্রতি মিনতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।

৯। ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হল-
(i) সতত তোমার কথা ভাবি এ বিরলে
(ii) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
(iii) বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

১০। 'জীবন সঙ্গীত' কবিতায় কবি মানুষের জীবনকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

নিশার স্বপন

শৈবালের নীর

কুসুমিত কানন

সমরাঙ্গন

১১। ‘সেইদিন এই মাঠ’ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই?

সভ্যতার

স্বপ্নের

মানুষের

ঐতিহ্যের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর-
পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচেনা এবার আর।

১২। উদ্ধৃতাংশের ‘বাদশা বাবরের’ সঙ্গে মিল পাওয়া যায়-

সর্বজয়ার

জমিলার

অভাগীর

পল্লিমায়ের

১৩। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘নতুন নিশান’ দ্বারা কী বোঝানো হয়েছে?

স্বাধীনতাকে

মানচিত্রকে

পতাকাকে

মুক্তিযুদ্ধকে

১৪। ‘আমার পরিচয়’ কবিতায় ‘কমলার দীঘি’ ও ‘মহুয়ার পালা" প্রসঙ্গ এনে কবি কী বুঝিয়েছেন?

সাহিত্যিক ঐতিহ্য

সাংস্কৃতিক ঐতিহ্য

সংগ্রামী চেতনা

অসাম্প্রদায়িক চেতনা

১৫। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো‘ কবিতায় ‘লাল সালু‘ বেঁধে কারা এসেছিল?

কৃষক

ছাত্র

শ্রমিক

মজুর

১৬। নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে?

মানিকরতন

সোনাবাবা

ছন্নছাড়া

গোবররাজা

১৭। ‘তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?’ এ বক্তব্যে প্রকাশ পেয়েছে—
(i) দেশাত্ববোধ
(ii) সাহস
(iii) প্রতিশোধস্পৃহা

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।

১৮। উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে?

রাজাকারদের তাণ্ডব

হানাদার বাহিনীর নৃশংসতা

স্বাধীনতার আগমনী বার্তা

মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।

১৯। ফুটে উঠা দিকটির বহিঃপ্রকাশ ঘটেছে—
(i) বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়াতে
(ii) আহাদ মুন্সির কার্যক্রমে
(iii) বাঙ্কারের ভেতর মাইন পুঁতে রাখাতে

i

ii

i ও iii

i, ii ও iii

২০। মাটি কাটার কাজ শেষ করে সবাই যে কারণে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে চায় তা হল-
(i) মাইন বিস্ফোরণ হতে পারে
(ii) মুক্তিযোদ্ধারা আক্রমণ করতে পারে
(iii) মিলিটারিরা গুলি চালাতে পারে

i

iii

i ও ii

i ও iii

২১। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

শাহবাজপুর

রেশমপুর

ডেমরা

সুনামগঞ্জ

২২। শহরে পীর সাহেবের কত জন ধনী মুরিদ আছেন?

নয়

সাত

পাঁচ

তিন

২৩। ‘আমি এভাবে টাকা নিতে পারব না। যায় যাক জমিদারি।’ —এ বক্তব্যে প্রকাশ পেয়েছে-

ন্যায়বোধ

ব্যক্তিত্ব

মানবিক মূল্যবোধ

আত্মমর্যাদা

২৪। ‘এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন?’—উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

বিরক্তি

অভিশম্পাদ

ব্যঙ্গ

ক্ষোভ

২৫। ‘বহিপীর’ নাটকে কুসংস্কারাচ্ছন্ন ও অত্যন্ত ধর্মভীরু চরিত্র কোনটি?

হকিকুল্লাহ

হাতেম আলি

খোদেজা

তাহেরা

২৬। নাটকের সাধারণত কয়টি উপাদান থাকে?

দুটি

তিনটি

চারটি

পাঁচটি