পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা বরিশাল বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলা ১ম পত্র - 101

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তাঁর সহজাত প্রবণতা। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞানচর্চার পাদপীঠ পাঠাগার।

১। উদ্দীপকের বিমল চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি সম্পর্কযুক্ত?

পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়

যে জাতি মনে বড় নয় , সে যাতে জ্ঞানেও বড় নয়

সাহিত্যের মাধ্যমে আমাদের জাত মানুষ হবে

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তাঁর সহজাত প্রবণতা। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞানচর্চার পাদপীঠ পাঠাগার।

২। বিমলের উদ্যোগ কোন সূত্রে "বই পড়া" প্রবন্ধের লেখক এর প্রত্যাশা পূরণ করে?
(i) মুখস্ত বিদ্যা বর্জন
(ii) লাইব্রেরী প্রতিষ্ঠা
(iii) সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া

i, ii

i, iii

ii, iii

i, ii, iii

৩। "আম-আঁটির ভেঁপু" গল্পের মূলসুর কী?

জীবন ঘনিষ্ঠতা

প্রকৃতি ঘনিষ্ঠতা

দারিদ্র

চিরায়ত শৈশব

৪। "আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই"-"মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

সত্য প্রচারে নির্ভীকতা

মানুষের প্রতি ভালোবাসা

সাধারণ যাপিত জীবন

শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘নদী কভু পান নাহি করে নিজ জল
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।’

৫। উদ্দীপকের চিত্রায়িত ভাবনার সাথে নিচের কোনটির বিষয়বস্তু একই ভাবনার প্রতিরূপ?

বঙ্গবাণী

নিমগাছ

মানুষ

শিক্ষা ও মনুষ্যত্ব

৬। ‘শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।" উপরে উল্লিখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সংগতিপূর্ণ?

নিয়তি

পল্লীসাহিত্য

শিক্ষা ও মনুষ্যত্ব

মমতাদি

৭। ‘মমতাদি’ গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটা প্রকাশ পেয়েছে?

সামাজিক

মানবিক

নিষ্ঠুর

অর্থনৈতিক

৮। মহাকাব্যের মূল লক্ষ্য কি?

জ্ঞান দান

আনন্দ দান

সচেতনতা সৃষ্টি

গল্প বলা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়?”

৯। উদ্দীপকে চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?

মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

লালন শাহ

কাজী নজরুল ইসলাম

১০। "রাজবন্দীর জবানবন্দি" কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?

গল্প

উপন্যাস

প্রবন্ধ

কবিতা

১১। ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’-‘মানুষ’ কবিতার এ চরণে কী প্রকাশ পেয়েছে?

বর্ণবৈষম্য

জাতিভেদ

সাম্যবাদ

অসাম্প্রদায়িকতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারামন
শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।”

১২। উদ্দীপকের ভাবনা ‘সেইদিন এই মাঠ’ কবিতার নিচের কোন ভাবনার মূল সুর?

মানুষ ও সভ্যতার নশ্বরতা

সৌন্দর্য পিপাসু সত্তা

প্রকৃতির সৌন্দর্য অনুধাবন

বাংলার নৈসর্গিক পরিবেশের মমত্ববোধ

১৩। ‘যে কথা ভাবিতে পরান শিহরে’-পল্লিজননী’ কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে-
(i) শঙ্কা
(ii) ভয়
(iii) অভাব

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৪। রানার এর জীবনের দুঃখ কে বেশি জানে?

পথের তৃণ

রাতের তারা

নির্জন রাত

জোনাকির আলো

১৫। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার দক্ষ মাঝি কে?

সগীর আলী

কেষ্টদাস

মতলব মিয়া

রোস্তম শেখ

১৬। হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল?
(i) বিদেশি শোষণ থেকে মুক্তি
(ii) মহাজনদের অত্যাচার থেকে মুক্তি
(iii) সাধারণ মানুষের অধিকার সুরক্ষা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৭। আধুনিক বাংলা উপন্যাসের শ্রেষ্ঠা কে?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্যারীচাঁদ মিত্র

রবীন্দ্রনাথ ঠাকুর

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয়।

১৮। উদ্দীপকের মিতু ‘বহিপীর’ নাটকের তাহেরার সাথে কোন বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ?

মা-বাবা হারা হাওয়া

চাচির ঘরে আশ্রয় গ্রহণ

বাল্যবিবাহের শিকার

পালিয়ে যাওয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয়।

১৯। উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ। কারণ, উভয়ের মধ্যে রয়েছে-
(i) দূরদর্শিতা
(ii) মানবিকতা
(iii) সহমর্মিতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii