পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা বরিশাল বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ডাঃ অসীম চিকিৎসা বিষয়ক কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন। বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান। কিন্তু ডাঃ অসীম বলেন এ বই পড়া সময়ের অপচয়মাত্র।

১। উদ্দীপকের ডাঃ অসীম এর কথার প্রতিধ্বনি-
(i) শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না
(ii) কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই
(iii) শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু

i, ii

i, iii

ii, iii

i, ii, iii

২। "ডেমোক্রেসির গুরুরা" বলতে প্রমথ চৌধুরী কাদের বুঝিয়েছেন?

ফরাসি

ভারতীয়

ইংরেজ

আমেরিকান

৩। রায় বাড়িতে হরিহরের বেতন কত টাকা ছিল?

আট

দশ

বার

চৌদ্দ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মতিন মিয়া অফিসের সব কাজ যথাসময়ে সুন্দরভাবে করেন। বড় অফিসার তার প্রশংসা করলেও তার সহকর্মীরা প্রায়ই তাকে ঠাট্টা-বিদ্রুপ করে। তিনি সবই নীরবে সহ্য করেন, কাউকে কিছু বলেন না।

৪। উদ্দীপকের মতিন চরিত্রে প্রকাশিত গুণটি "মানুষ মুহম্মদ (স.)" রচনায় যে বাক্যে ফুটে উঠেছে-

তাঁহাদের পঙক্তিতে আমার স্থান দাও

এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো

আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই

আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত

৫। ‘প্রবাস বন্ধু" রচনায় পাগমান পাহাড়ের রং কী?

সাদা

নীল

কালো

ধূসর

৬। ‘উনি তো রাগ করে"— "মমতাদি" গল্পে "উনি" কে?

ছোটকর্তা

গৃহকর্ত্রী

মমতাদির ছেলে

মমতাদির স্বামী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। কবিতা চর্চাই তার নেশা। রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।

৭। উদ্দীপকের তামিম "একাত্তরের দিনগুলি" রচনায় যাদের প্রতিনিধিত্ব করে-

শিল্পী-বুদ্ধিজীবী

কৃষক-শ্রমিক

ছাত্র-জনতা

জেলে-মাঝি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। কবিতা চর্চাই তার নেশা। রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।

৮। প্রতিনিধিত্বকারীর চরিত্রে ফুটে উঠে-
(i) জাতীয়তাবোধ
(ii) স্বাধিকার চেতনা
(iii) দেশাত্মবোধ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। "কপোতাক্ষ নদ" কবিতায় কাকে প্রজা বলা হয়েছে?

কপোতাক্ষ নদকে

বারিকে

সাগরকে

দেশকে

১০। "জীবন সঙ্গীত" কবিতায় কোনটিকে ‘শৈবালের নীর’- এর সাথে তুলনা করা হয়েছে?

সহায়

সম্পদ

বল

আয়ু

১১। "মানুষ" কবিতায় সহসা কী বন্ধ হলো?

মন্দির

মসজিদ

দ্বার

পথ

১২। ‘পল্লিজননী’ কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি?

ঘোর অন্ধকার

মশকের গান

হুতুমের ডাক

কুয়াশার কাফন

১৩। শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কী?

কেষ্ট দাস

সগীর আলী

মতলব মিয়া

রুস্তম শেখ

১৪। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতীক কোনটি?

বরেন্দ্রভূমে সোনা মসজিদ

পাহাড়পুরের বৌদ্ধ বিহার

সওদাগরের ডিঙার বহর

আউল বাউল মাটির দেউল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাংলার কাব্য, বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা।

১৫। উদ্দীপকের বিষয়টি "আমার পরিচয়" কবিতার যে চরণে পাওয়া যায়-

এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে

আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে

আমি যে এসেছি জয় বাংলা বজ্রকন্ঠ থেকে

১৬। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো‘ কবিতায় ‘প্রাণের সবুজ‘ বলতে বোঝানো হয়েছে-

প্রাণচাঞ্চল্য

প্রাণের জোয়ার

প্রাণের আনন্দ

প্রাণের সজীবতা

১৭। বাঙ্কার দেখতে যেতে দেয়ায় বুধা ফজু চাচার প্রতি কী প্রকাশ করে?

আনন্দ

পাগলামি

বিনয়

উৎকণ্ঠ

১৮। ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে মরণ বলতে কী বোঝানো হয়েছে?

পরাধীনতাকে

ক্ষুধাকে

হিংস্রতাকে

হিংসাকে

১৯। “মনে হয় তুই আমার মুরব্বি”— উক্তিটি কার?

বুধার মায়ের

নোলক বুয়ার

বুধার চাচির

হরি কাকুর

২০। তিনুর বয়স কত বছর ছিল?

এক

দেড়

দুই

আড়াই

২১। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

শাহবাজপুর

রেশমপুর

ডেমরা

সুনামগঞ্জ

২২। “তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে”- উক্তিটিতে বহিপীরের যে চেতনা প্রকাশ পেয়েছে-

ব্যর্থতা

নমনীয়তা

অসহায়ত্ব

বাস্তবতা

২৩। "খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল।"— "বহিপীর" নাটকে এ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

মতভেদ

কৌশল

গূঢ় রহস্য

খোদাভীরুতা

২৪। রায় বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা?

আট

দশ

বার

চৌদ্দ