পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2023

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2023
বাংলা ১ম পত্র - 101

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয়।

১। উদ্দীপকে ‘বঙ্গবাণী" কবিতার কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে?

আরবি

ফারসি

বাংলা

হিন্দি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয়।

২। উদ্দীপকের মূলভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? -

দেশি ভাষা উপদেশ মনে হিত অতি

আরবি ফারসি হিন্দে নাই দুই মত

দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়

আরবি ফারসি শাস্ত্রে নাই দুই মত

৩। প্রমথ চৌধুরীর মতে, আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?

স্কুলের

কলেজের

হাসপাতালের

বিশ্ববিদ্যালয়ের

৪। "একাত্তরের দিনগুলি" রচনায় লেখিকার মনে ‘পাষাণ ভার’ -এর কারণ কী?

চারদিন ধরে মুষলধারে বৃষ্টি থাকায়

অন্ধ শ্বশুরের অসুস্থতার কারণে

জামী স্কুলে যেতে না পারায়

মুক্তিযুদ্ধের কারণে অস্থিরতা শুরু হওয়ায়

৫। দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

চাকরি হারানোর জন্য

ডাক না পাওয়ার ভয়ে

দায়িত্ববোধের কারণে

বাড়ি ফেরার তাড়া থাকায়

৬। মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল?

১২ টাকা

১৫ টাকা

১০ টাকা

১৮ টাকা

৭। "ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়"— এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?

ধিক্কার

প্রতিবাদ

ফরিয়াদ

অসহায়ত্ব

৮। "সওদাগরের ডিঙার বহর" কোন ঐতিহ্যের ধারক

শিল্পের

বিদ্রোহের

ব্যবসা-বাণিজ্যের

চিত্রকলা

৯। খোদেজার বুক কাঁপে কেন?

স্বামীর জমিদারি হারানোর ভয়ে

স্বামীর অসুস্থতার কথা শুনে

ছেলে তাহেরাকে বিয়ে করতে চায় শুনে

তাহেরা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে

১০। কোন ধরনের প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য পায়?

তন্ময়

মন্ময়

রম্য

বিচিত্র

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঘূর্ণিঝড় সিত্রাং-এ গাছ চাপা পড়ে নিজামদের পরিবারের সবাই মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেল নিজাম। সে এখন রাস্তার পাগল।

১১। উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া" উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?

রাজাকারদের অত্যাচার

কলেরা মহামারী

বাঙ্কারে মাইন বিস্ফোরণ

মিলিটারিদের নিষ্ঠুরতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঘূর্ণিঝড় সিত্রাং-এ গাছ চাপা পড়ে নিজামদের পরিবারের সবাই মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেল নিজাম। সে এখন রাস্তার পাগল।

১২। উদ্দীপকের ‘নিজাম’ ‘কাকতাড়ুয়’ উপন্যাসের বুধার মতো-
(i) এতিম
(ii) সাহসী
(iii) অসহায়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৩। শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে?

কদম ফুল

শিউলি ফুল

হিজল ফুল

চালতা ফুল

১৪। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে আহত হন ?

মক্কায়

তায়েফে

মদিনায়

জেদ্দায়

১৫। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় "সংসার সমরাঙ্গণ" বলতে কী বুঝিয়েছেন?

যুদ্ধক্ষেত্রকে

জীবনযুদ্ধকে

প্রতিরোধ যুদ্ধকে

অস্তিত্ব রক্ষাকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।

১৬। কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে?

সেই দিন এই মাঠ

কপোতাক্ষ নদ

পল্লিজননী

আমার পরিচয়

১৭। "পল্লিজননী" কবিতায় "ফুরায়ে এসেছে তেল" পঙক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

রাতের অবসান হয়েছে

বাতির তেল ফুরিয়ে আসছে

চিকিৎসার টাকা ফুরিয়ে গেছে

মৃত্যু ঘনিয়ে আসছে

১৮। “জান দিমু তবু ধান দিমু না।”—উক্তিটির ভাবার্থের প্রতিফলন ঘটেছে "বহিপীর" নাটকের কোন চরিত্রে?

তাহেরা

বহিপীর

খোদেজা

হাশেম

১৯। নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন?

এটা দেখতে সুন্দর

এটা দেখতে ছোট

এটার যত্ন নিতে হয় না

এটা উপকারী

২০। লেখিকার বেড সাইড টেবিলে কালিদানিতে কী ফুলের কলি রাখা ছিল?

বুকানিয়ার

পাকালি

ল্যাভেন্ডার

বনি প্রিন্স

২১। কপালে কব্জিতে লাল সালু বেঁধে কারা এসেছিল?

উলঙ্গ কৃষক

করুণ কেরানি

লোহার শ্রমিক

শিশু পাতা-কুড়ানিরা

২২। যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়?

সবাই ঐক্যবদ্ধ হলে

সৈন্য সংখ্যা বেশি হলে

আধুনিক অস্ত্র থাকলে

উন্নত প্রশিক্ষণ থাকলে

২৩। সুভা গোঁসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো কারণ-
(i) নিজের গুরুত্ব প্রকাশের আশায়
(ii) নিছক আনন্দ দেওয়ার অভিপ্রায়ে
(iii) তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৪। দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে?

মোল্লাবাড়ির এক বিধবা

থুথুরে একবুড়ো

এক অনাথ কিশোরী

সাকিনা বিবি

২৫। দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপায়ে মনে হয়েছে?

বাদাম

কিসমিস

মাংস

আলু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফুলের গন্ধে ঘুম আসেন না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

২৬। উদ্দীপকে প্রকাশিত ভাব ‘আম-আঁটির ভেঁপু" গল্পের কোন দিকটি ইঙ্গিত করে?

পল্লি প্রকৃতি

শৈশবের দুরন্তপনা

ভাই-বোনের সম্পর্ক

বাবা-মায়ের শাশ্বতরূপ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফুলের গন্ধে ঘুম আসেন না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

২৭। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের যে দিকগুলো অনুপস্থিত —
(i) দারিদ্র্যের চিত্র
(ii) কুসংস্কার
(iii) প্রকৃতি ঘনিষ্ঠতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৮। "রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?" এখানে "রাত" কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

আলোর অভাব

শোষণ-বঞ্চনা

অসহায় জীবন

দুঃখ-দুর্দশা