পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
বাংলা ১ম পত্র - 101

১। "আম-আঁটির ভেঁপু" গল্পে ফুটে উঠেছে-

প্রকৃতির বৈচিত্র

সামাজিক জীবন

মুক্ত জীবনের প্রতি আসক্তি

প্রকৃতির সাথে জীবনের মিল

২। “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর”- এ উক্তিতে মুহম্মদ (স.) এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?

ক্ষমাশীলতা

সহনশীলতা

মহানুভবতা

উদারতা

৩। নিমপাতা কোন রোগের মহৌষধ?

চর্মের

দাঁতের

পেটের

যকৃতের

৪। অর্থচিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয়-

শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেওয়া

মূল্যবোধ জাগ্রত করা

লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা

অন্নচিন্তার সমাধান করা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনিক। নিঃসন্তান মামির অকারণে ঘর গোছানো, লেখাপড়ার খোঁজ-খবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয়। বিশেষ করে খাওয়া-দাওয়ার ব্যাপারে সে কিছুতেই মামিকে খুশি করতে পারে না।

৫। উদ্দীপকের অনিকের অবস্থা "প্রবাস বন্ধু" রচনার কোন উক্তিতে স্পষ্ট ফুটে উঠেছে?

আমার ভৃত্য আগা আবদুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন।

তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি।

তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল-রান্নাঘরে আরো আছে।

মাথা নিচু করে বললো, ‘আমার রান্না হুজুরের পছন্দ হয়নি'।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনিক। নিঃসন্তান মামির অকারণে ঘর গোছানো, লেখাপড়ার খোঁজ-খবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয়। বিশেষ করে খাওয়া-দাওয়ার ব্যাপারে সে কিছুতেই মামিকে খুশি করতে পারে না।

৬। উদ্দীপকের মামি এবং ‘প্রবাস বন্ধু’ রচনার আবদুর রহমানের মধ্যে সাদৃশ্য হলো-
(i) গভীর মমত্ববোধ
(ii) কর্তব্যে সচেতনতা
(iii) আতিথেয়তার আতিশয্য

i

i ও ii

ii ও iii

i, ii ও iii

৭। ‘মেঘ না চাইতেই জল"- প্রবাদটির ভাবার্থ কোন চরিত্রে লক্ষণীয়?

সর্বজয়া

হরিহর

মমতাদি

কাঙালী

৮। “তাই করা হোক”- "একাত্তরের দিনগুলি" প্রবন্ধে জাহানারা ইমামের এ উক্তিতে কোন অনুভূতি ব্যক্ত হয়েছে?

স্বদেশপ্রীতি

মুক্তির আকাঙ্ক্ষা

বাৎসল্য প্রেম

মায়ের উৎকণ্ঠা

৯। "বঙ্গবাণী" কবিতায় কবি কাদেরকে দেশ ত্যাগের কথা বলেছেন?

বাংলা ভাষাকে যারা হিংসা করে

মারফত জ্ঞান যার নেই

যাদের বই পড়ার অভ্যাস নেই

ভিনদেশি ভাষাপ্রেমী যারা

১০। “আর কি হে হবে দেখা? যত দিন যাবে”- এ চরণে ফুটে উঠেছে কবির-

বিষন্নতা

আক্ষেপ

উদ্বিগ্নতা

অস্থিরতা

১১। কাজী নজরুল ইসলাম তাঁর "উমর ফারুক" কবিতায় হযরত উমর (রা.) সম্পর্কে বলেন- “ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমসের ধরি আর একবার লোহিত-সাগরে লালে-লাল হয়ে মরি।”-এখানে"‘মানুষ" কবিতায় কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

সাহসিকতা

সহমর্মিতা

সাম্যবাদ

বিদ্রোহ

১২। লক্ষ্মীপেঁচা কী করবে লক্ষ্মীটির তরে?

কাছে ডাকবে

গান গাবে

বাসা বাঁধবে

বিদায় জানাবে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাজিব শহরে পড়ে। মা তাকে পড়ালেখার খরচ পাঠাতে পারে না। টিউশনির কারণে এবারের ঈদে সে বাড়িতে আসতে না পারায় মা খাবার সামনে নিয়ে চোখের পানি ফেলছে।

১৩। উদ্দীপকের মায়ের অনুভূতি ‘পল্লীজননী’ কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে?

উত্তর দিতে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা

কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর

সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো, আই ঢাই মার প্রাণ

আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাজিব শহরে পড়ে। মা তাকে পড়ালেখার খরচ পাঠাতে পারে না। টিউশনির কারণে এবারের ঈদে সে বাড়িতে আসতে না পারায় মা খাবার সামনে নিয়ে চোখের পানি ফেলছে।

১৪। উদ্দীপক ও ‘পল্লিজননী’ কবিতার মূলসুর যে দিক থেকে একই সূত্রে গাঁথা তা হলো-
(i) সন্তান বাৎসল্য
(ii) কর্তব্যপরায়ণতা
(iii) দারিদ্র্যের সীমাবদ্ধ চাহিদা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৫। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার দক্ষ মাঝি কে?

সগীর আলী

কেষ্টদাস

মতলব মিয়া

রোস্তম শেখ

১৬। “এক সাথে আছি এক সাথে বাঁচি”- এ চরণে কী প্রকাশ পেয়েছে?

ঐক্য

প্রতিবাদ

অসাম্প্রদায়িকতা

সাম্যবাদ

১৭। ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?

হাশেম আলির

তাহেরার

বহিপীরের

খোদেজার

১৮। “দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র”- উক্তিটি কার?

হাতেম আলির

বহিপীরের

তাহেরার

হাসেম আলির

১৯। “বুঝি, তবু যেন বুঝি না”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে হাতেম আলির-

নির্বুদ্ধিতা

অসহায়ত্ব

কপটতা

দুর্ভেদ্যতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“ছোটবেলায় সাগর মামার টাকায় লেখাপড়া শিখে আজ প্রতিষ্ঠিত। হঠাৎ মামার একটি কিডনি নষ্ট হলে সাগর নিজের একটি কিডনি দিয়ে মামাকে সুস্থ করে তোলে।”

২০। উদ্দীপকের সাগরের সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে?

হামেশ আলি

হাতেম আলি

তাহেরা

খোদেজা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“ছোটবেলায় সাগর মামার টাকায় লেখাপড়া শিখে আজ প্রতিষ্ঠিত। হঠাৎ মামার একটি কিডনি নষ্ট হলে সাগর নিজের একটি কিডনি দিয়ে মামাকে সুস্থ করে তোলে।”

২১। উক্ত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হলো-
(i) কৃতজ্ঞতা
(ii) সরলতা
(iii) পরোপকারিতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii