পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2017

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2017
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। অপুর খেলনা পিস্তলেটির দাম কত পয়সা?

দুই পয়সা

তিন পয়সার

চার পয়সা

পাঁচ পয়সা

২। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’-এই উক্তিতে হযরত মুহম্মদ (স.) এর কোন গুণ প্রকাশ পেয়েছে?

বিশ্বস্ততা

ক্ষমাশীলতা

বিচক্ষণতা

অনাড়ম্বরতা

৩। গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, নিমগাছ গল্পে ‘এক দশা" শব্দটি নিমগাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে—

জীবন ধারায়

অবহেলার

প্রশংসা প্রাপ্তিতে

নিরাহংকারী চেতনায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বন বিভাগের জনৈক কর্মকর্তা রাতের আঁধারে বনের গাছ কেটে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হন।

৪। “শিক্ষা ও মনুষ্যত্ব” রচনার আলোকে বলা যায় উদ্দীপকের কর্মকর্তা –
(i) অর্থচিন্তার নিগড়ে বন্দি
(ii) শিক্ষার সুফল হতে বঞ্চিত
(iii) মনুষ্যত্বের স্বাদ লাভে ব্যর্থ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী বার ছিল?

সোমবার

মঙ্গলবার

বুধবার

বৃহস্পতিবার

৬। আর কি হে হবে দেখা? - এখানে প্রকাশ পেয়েছে কবির-

অসহায়ত্ব

অনিশ্চয়তা

সংকোচ

বিরহ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন কয় জাতের কী রূপ দেখলাম না এ নজরে’

৭। উদ্দীপকের ভাববস্তুর সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন চরণের?

তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়

তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন কয় জাতের কী রূপ দেখলাম না এ নজরে’

৮। উক্ত চারণে প্রকাশ পেয়েছে-
(i) মানব প্রেম
(ii) সাম্যবাদ
(iii) মানুষের শ্রেষ্ঠত্ব

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। নক্ষত্রের তলে সেদিনো কে স্বপ্ন দেখবে?

শিশির

পৃথিবী

নদী

মাঠ

১০। কবি সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করেন?

নীলফামারী

পঞ্চগড়

লালমনিরহাট

কুড়িগ্রাম

১১। আমিতো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে- এ বাক্যে প্রকাশ পেয়েছে বাঙালির-
(i) ঐতিহ্য
(ii) সংস্কৃতি
(iii) সভ্যতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১২। ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি?

দেশপ্রেম

সাহস

দারিদ্র

একাকীত্ব

১৩। “আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?” -উক্তিতে প্রকাশ পেয়েছে তাহেরার-

অসহায়ত্ব

প্রতিবাদ

দূরদর্শিতা

আত্মসমর্পণ

১৪। এমন জোয়ান-মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? উক্তিটি কার?

হকিকুল্লাহর

বহিপীরের

খোদেজার

তাহেরার

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না

১৫। শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না- শিলার দাদি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন?

হাশেম

হাতেম

খোদেজা

তাহেরা