পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। প্রমথ চৌধুরীর মতে, কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন?

সর্বশ্রেষ্ঠ শখ

ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে

শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়

লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি

২। "রোয়াক" অর্থ কি?

জানালা

চেয়ার

খেলার মাঠ

বারান্দ

৩। হযরত মুহম্মদ (স.) বড় আদর করতেন-
(i) দুর্বলদেরকে
(ii) দুঃখীদেরকে
(iii) অন্ধদেরকে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৪। হাঁটার আনন্দকে লেখক কীসের সঙ্গে তুলনা করেছেন?

বাকস্বাধীনতার

মুক্তির

মনুষ্যত্বের

শিক্ষার

৫। "একাত্তরের দিনগুলি" কি জাতীয় রচনা?

ভাষাপ্রীতিমূলক

দেশপ্রেমমূলক

সৌন্দর্য চেতনামূলক

স্মৃতিচারণমূলক

৬। সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?

ছোটগল্প

নাটক

ছোট উপন্যাস

প্রবন্ধ

৭। চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্ত্যমিল হচ্ছে-
(i) কখখগ কখখগ
(ii) কখগক কখগক
(iii) কখখক কখখক

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৮। ‘মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি’- পঙক্তিটি দ্বারা বোঝানো হয়েছে মোল্লা-পুরুতরা-
(i) মসজিদ-মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে
(ii) বেনামাজিকে বঞ্চিত করেছে
(iii) মানুষের অধিকারকে রুদ্ধ করেছে

i

ii

iii

ii ও iii

৯। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?

মাছরাঙ্গা

চাতক

কোকিল

লক্ষ্মীপেঁচা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বউদের আজ কোনো কাজ নাই, বেড়ায় বাঁধিয়া রশি, সমুদ্রকলি শিকা বানাইয়া নীরবে দেখিছে বসি।

১০। উপর্যুক্ত চরণদ্বয়ের সঙ্গে কোন কবিতার মিল রয়েছে?

পল্লি জননী

অন্ধবধূ

আমার পরিচয়

জীবন-সঙ্গীত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বউদের আজ কোনো কাজ নাই, বেড়ায় বাঁধিয়া রশি, সমুদ্রকলি শিকা বানাইয়া নীরবে দেখিছে বসি।

১১। এরূপ মিলের বিষয় হলো-
(i) পল্লিমায়ের কর্ম
(ii) গ্রামের চিত্র
(iii) পল্লিমায়ের স্বাধীনতা

i

ii

iii

i ও iii

১২। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘খই ফোটাল’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?

বিকট আওয়াজ

বীভৎস আওয়াজ

প্রচণ্ড গুলি বর্ষণ

প্রবল আক্রমণ

১৩। "আমার পরিচয়" কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন?

দেশমাতৃকার

সাম্যের

শান্তির

কল্যাণের

১৪। কোথায় স্বপ্ন নিয়ে মধ্যবিত্তরা রেসকোর্স ময়দানে এসেছিল?

হৃদয়ে

চেতনায়

ললাটে

চোখে

১৫। তিন কুলে আপন হিসেবে বুধার কয়জন আছে?

চারজন

তিনজন

দুজন

একজন

১৬। মশাল বানানোর কাজে ব্যবহৃত কেরাসিন বুধাকে কে দিয়েছিল?

মিঠু

আলি

ফুলকলি

আতা ফুফু

১৭। ‘রেকি করার কাজটা তোকে করতে হবে।’-এখানে ‘রেকি’ দ্বারা কী বোঝানো হয়েছে?

আক্রমণের আগে শত্রুর অবস্থান অনুসন্ধান

শত্রুকে ধরাশায়ী করার কূট-কৌশল

ছলনা করার পদ্ধতি

আক্রমণের জন্য সংগঠিত করা

১৮। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম?

কুদ্দুস

মতিউর

শাহাবুদ্দিন

আঃ আহাদ

১৯। বুধার চোখ লাল দেখলে চাচির মনে হয়, বুধা যেন তার-
(i) বাবা
(ii) চাচা
(iii) মুরুব্বি

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

২০। বুধাকে কেউ কীসের ভয় দেখায় নি?

জুজুর

ভূতের

বাঘের

সাপের

২১। বহিপীরের প্রথম স্ত্রী কত বছর আগে মারা যায়?

তের

চৌদ্দ

পনের

ষোল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মা-হারা ষোড়শী মেয়ে বিনতিকে অর্থের লোভে অন্ধ বাবা ষাটোর্ধ্ব বয়সের গফুরের সঙ্গে বিয়ের আয়োজন করে। বিনতি কোনোভাবেই এ বিয়েতে রাজি হচ্ছে না। লোভী বাবা বিনতির মামা রহমতকে কৌশল খাটিয়েও পক্ষে আনতে পারেনি। এদিকে বিয়ের দিন নির্ধারিত হলেও বিনতি সেদিন ভোর হওয়ার আগেই পালিয়ে যায়।

২২। উদ্দীপকের রহমত ‘বহিপীর’ নাটকের কার প্রতিনিধিত্ব করেছে?

হকিকুল্লাহর

হাতেম আলির

হামেশ আলির

জমিদার গিন্নির

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মা-হারা ষোড়শী মেয়ে বিনতিকে অর্থের লোভে অন্ধ বাবা ষাটোর্ধ্ব বয়সের গফুরের সঙ্গে বিয়ের আয়োজন করে। বিনতি কোনোভাবেই এ বিয়েতে রাজি হচ্ছে না। লোভী বাবা বিনতির মামা রহমতকে কৌশল খাটিয়েও পক্ষে আনতে পারেনি। এদিকে বিয়ের দিন নির্ধারিত হলেও বিনতি সেদিন ভোর হওয়ার আগেই পালিয়ে যায়।

২৩। উদ্দীপকের বিনতি ও নাটকের তাহেরার চারিত্রিক মিল হলো, তারা-
(i) মা-হারা
(ii) প্রতিবাদী
(iii) দৃঢ়প্রতিজ্ঞ

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

২৪। ‘আপনার এ গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না। আমিই পীর সাহেবকে বলব।’-উক্তিটি কার-

হাশেমের

খোদেজার

হকিকুল্লার

তাহেরার