পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র SSC পরীক্ষা কমিল্লা বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

১। "কেননা দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার মৃত্যু হয় না।" বাক্যটি তোমার পাঠিত বইয়ের কোন রচনার থেকে নেওয়া হয়েছে?

নিরীহ বাঙালি

শিক্ষা ও মনুষ্যত্ব

বই পড়া

নিমগাছ

২। "মা ঘাট থেকে আসেনি তো?" দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে?

সতর্কতা

অভিমান

সন্দেহ

ভয়

৩। লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে?

মানিক বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

বনফুল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


১৩-১৪ বছর বয়সের কিশোরী টুনি। বিয়ে হলেও সংসার সম্পর্কে কিছুই বোঝে না সে। সারাদিন পাড়া বেড়ানো, মাছমারা, শাপলা তোলা, খেজুর গাছে চড়ে রস পাড়া এসব কিছুতেই যেন সে আনন্দ পায়।

৪। উদ্দীপকের টুনির সাথে ‘আম-আঁটির ভেঁপু” গল্পের কার মিল রয়েছে?

অপু

দুর্গা

জয়া

স্বর্ণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


১৩-১৪ বছর বয়সের কিশোরী টুনি। বিয়ে হলেও সংসার সম্পর্কে কিছুই বোঝে না সে। সারাদিন পাড়া বেড়ানো, মাছমারা, শাপলা তোলা, খেজুর গাছে চড়ে রস পাড়া এসব কিছুতেই যেন সে আনন্দ পায়।

৫। সদস্যপূর্ণ চরিত্র দু"টির ভাবগত ঐক্য হলো-
(i) দুরন্তপনায়
(ii) কৈশোরের চাঞ্চলতায়
(iii) সাংসারিক বৈরাগ্যে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৬। ‘উলঙ্গ তরবারি’ বলতে লেখক বুঝিয়েছেন-

খোলা তরবারি

খাপযুক্ত তরবারি

বিরাট তরবারি

মনিখচিত তরবারি

৭। নিমগাছটার কার সাথে যেতে ইচ্ছে করলো?

কবিরাজের

লোকটার

লেখকের

বিজ্ঞের

৮। রুমী ও তাঁর সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে সহযোগিতা করেন কে?

জাহানারা ইমাম

সেলিনা হোসেন

সুফিয়া কামাল

সানজীদা খাতুন

৯। বাংলা ভাষায় সার্থক ছোটগল্পকারের অনন্য দৃষ্টান্ত রেখেছেন কে?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

মানিক বন্দ্যোপাধ্যায়

১০। "কপোতাক্ষ নদ" কবিতায় কবি সাগরকে কিরূপে কল্পনা করেছেন?

রাজা

প্রজা

মাতা

সখা

১১। “আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু।” কবিতার এ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?

কৃতজ্ঞতা

অভিযোগ

ক্ষোভ

ফরিয়াদ

১২। শিশিরের জলে আর ভিজবে না-

শিউলি ফুল

চালতা ফুল

কদম ফুল

কামিনী ফুল

১৩। হুতুমের ডাককে মায়ের মনে হয়েছে-
(i) মরণের দূত
(ii) কুয়াশার কাফন
(iii) মৃত্যুশংকা

i

ii

iii

ii ও ii

১৪। ‘অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর’- চরণটি নির্দেশ করছে-
(i) নির্মমতা
(ii) নিষ্ঠুরতা
(iii) বিবেকহীনতা

i

ii

i ও ii

i, ii ও iii

১৫। ‘আমার পরিচয়‘ কবিতায় খুঁজে পাওয়া যায়-

মানুষের ইতিহাস

দেবালয়ের ইতিহাস

বাঙালির ইতিহাস

কবিতার ইতিহাস

১৬। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো‘ কবিতায় ‘লাল সালু‘ বেঁধে কারা এসেছিল?

কৃষক

ছাত্র

শ্রমিক

মজুর

১৭। ‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত!’- উক্তিটি কার?

কুন্তির

রানির

বুয়ার

রবির

১৮। লেখিকা সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?

১৯৪৫

১৯৪৬

১৯৪৭

১৯৪৮

১৯। কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি?

বিনু

বিধা

জেলে

শিলু

২০। শান্তি কমিটির চেয়ারম্যানের নাম কি?

কদম আলী

আহাদ মুন্সি

কুদ্দুস শেখ

শাহাবুদ্দিন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মুহম্মদ জাফর ইকবালের লেখা "আমার বন্ধু রাশেদ" গল্পে দেখা যায়, রাশেদ বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে। এ কারণে এক সময় রাজাকারের হাতে মৃত্যু হয় তার। কিন্তু অসীম সাহসী রাশেদ মৃত্যুভয়ে মোটেও ভীত ছিল না।

২১। উদ্দীপকের রাশেদের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

মধু

বুধা

ফজু

কুন্তী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মুহম্মদ জাফর ইকবালের লেখা "আমার বন্ধু রাশেদ" গল্পে দেখা যায়, রাশেদ বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে। এ কারণে এক সময় রাজাকারের হাতে মৃত্যু হয় তার। কিন্তু অসীম সাহসী রাশেদ মৃত্যুভয়ে মোটেও ভীত ছিল না।

২২। চরিত্র দু’টির একাত্মতা প্রকাশ পেয়েছে-
(i) স্বদেশপ্রেম
(ii) সাহসিকতায়
(iii) সচেতনতায়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৩। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

শাহবাজপুর

রেশমপুর

ডেমরা

সুনামগঞ্জ

২৪। ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো-

তাহেরা

বহিপীর

হাশেম আলি

হকিকুল্লাহ

২৫। গ্রিক মনীষী এ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন?

দুটি

তিনটি

চারটি

পাঁচটি