পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
পদার্থবিজ্ঞান - 174

১। প্যারাসুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?

আর্বত

প্রবাহী

পিছলানো

স্থিতি

২। ক্ষমতার মাত্রা কোনটি?

MLT⁻²

ML⁻²T²

ML²T⁻²

ML²T⁻³

৩। কোন যন্ত্র দ্বারা 5kg ভরের একটি বস্তুকে 2 মিনিটে 15m উচ্চতায় উঠানো হলে-
(i) অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক
(ii) বস্তুর বিভব শক্তির পরিবর্তন 75 J
(iii) যন্ত্রের কার্যকর ক্ষমতা 6.125W

i

iii

i ও ii

ii ও iii

৪। ব‍্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে নিচের কোনটি ঘটবে?

বৃষ্টিপাতের সম্ভাবনা আছে

ঝড়ের সম্ভাবনা আছে

নিম্নচাপের সৃষ্টি হবে

আবহাওয়া শুষ্ক, পরিষ্কার থাকবে

৫। নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি?

0°C তাপমাত্রার বায়ু

পানি

লোহা

30°C তাপমাত্রার বায়ু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দর্পণ হতে 50 cm দূরে বস্তু রাখলে 50 cm দূরেই বাস্তব বিম্ব পাওয়া যায়।

৬। বস্তুটি দর্পণ হতে আরো 10cm দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে-
(i) বিবর্ধন < 1 এবং ঋণাত্মক
(ii) অবস্থান C ও F এর মাঝে
(iii) প্রকৃতি বাস্তব ও উল্টো

i

iii

i ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দর্পণ হতে 50 cm দূরে বস্তু রাখলে 50 cm দূরেই বাস্তব বিম্ব পাওয়া যায়।

৭। দর্পণটির ফোকাস দূরত্ব কত ?

0.25 m

0.50 cm

1.00 cm

2.50 cm

৮। রিওস্টেট কী?

সার্কিট ব্রেকার

পরিবর্তিত রোধক

ফিউজ

ধারক

৯। নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায় কিভাবে?

দৈর্ঘ্য বৃদ্ধি করে

প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিত্তি করে

তাপমাত্রা বৃদ্ধি করে

রোধ বৃদ্ধি করে

১০। এক পিকোফ্যারাড সমান কত ফ্যারাড?

10^-15

কেপলার10^-12

10¹²

10¹⁵

১১। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 7.7cm এর ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের ৫ নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01cm. বস্তুটির দৈর্ঘ্য কত?

7.75 cm

7.705 cm

7.65 cm

07.605 cm