পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2021

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2021
পদার্থবিজ্ঞান - 174

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?

যান্ত্রিক শক্তি

রাসায়নিক শক্তি

আলোক শক্তি

গতিশক্তি

২। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী?

অ্যালকোহল

বায়োমাস

কার্বন ডাই-অক্সাইড

মিথেন

৩। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

ডিজেল

মিথেন

বায়োমাস

কয়লা

৪। একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে-

কৃতকাজ > বিভব শক্তি

কৃতকাজ = বিভব শক্তি

কৃতকাজ < বিভব শক্তি

কৃতকাজ ≠ যান্ত্রিক শক্তি

৫। কোনটি ব্যবহার করে সূর্য কিংবা নক্ষত্রেরা তাদের শক্তি তৈরি করে?

নিউক্লিয়ার ফিউসান

নিউক্লিয়ার ফিসন

জিওথার্মাল

আলো

৬। মানুষের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?

400 nm এর নিচে

700 nm এর বেশি

400 nm থেকে 600 nm

400 nm থেকে 700 nm

৭। এক টুকরা কাচে শতকরা কত ভাগ আলোর প্রতিফলন হয়?

4 থেকে 5 ভাগ

40 থেকে 50 ভাগ

80 থেকে 90 ভাগ

95 থেকে 96 ভাগ

৮। একটি লাল গোলাপকে কোনো দর্পণের সামনে কত ডিগ্রী কোণে স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জল দেখাবে?

30°

45°

60°

75°

৯। দুইটি আয়নাকে কত ডিগ্রী কোণে যুক্ত করে একটি আয়না হিসেবে গঠন করলে তাতে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন বুঝা যাবে না?

30°

45°

60°

90°

১০। পরিবাহকত্বের একক কোনটি?

Ωm⁻¹

Ω⁻¹

Ωm

(Ωm)⁻¹

১১। তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহমাত্রা, বিভব পার্থক্যের-

সমানুপাতিক

ব্যস্তানুপাতিক

বর্গের সমানুপাতিক

বর্গের ব্যস্তানুপাতিক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় ক্রুগজের রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় 2mm, বৃত্তাকার স্কেলের পাঠ 0.4mm, বৃত্তাকার স্কেলটির মোট ভাগসংখ্যা 100 এবং যন্ত্রটির পিচ 1mm.

১২। বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে?

2

4

40

100

১৩। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল-

3.77 mm²

4.524 mm²

9.048 mm²

18.096 mm²