পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা বরিশাল বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
পদার্থবিজ্ঞান - 174

১। নিচের কোনটি যৌগিক রাশি?

তড়িৎ প্রবাহ

দীপন তীব্রতা

ক্ষমতা

তাপমাত্রা

২। একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?

গতিশক্তি

তাপশক্তি

বিভবশক্তি

রাসায়নিক শক্তি

৩। নিশাত মজুমদার 10kg মালামাল নিয়ে 850 m উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55kg। তার দ্বারা কৃতকাজের পরিমাণ কত?

5.4 × 10⁵ J

4.6 × 10⁵ J

5.5 × 10⁴ J

8.3 × 10¹⁴ J

৪। স্পীকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে কোন শক্তিতে রূপান্তরিত করে?

তড়িৎ শক্তি

তাড়িত চৌম্বক শক্তি

চৌম্বক শক্তি

শব্দ শক্তি

৫। নিচের কোন পদার্থের বিভব শক্তি শূন্য?

পানি

পারদ

লোহা

কার্বন ডাই-অক্সাইড

৬। কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু যে ওজন লাভ করে-

ঊর্ধ্বমুখী বল ও নিম্নমুখী বলের পার্থক্যের সমান

ঊর্ধ্বমুখী বলের সমান

অপসারিত তরলের ওজনের সমান

বস্তুর ওজন ও প্লাবতার পার্থক্য সমান

৭। সমান আয়তনবিশিষ্ট নিম্নের পদার্থের মধ্যে কোনটি বেশি ভারী?

লোহা

সোনা

পারদ

রুপা

৮। বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণে সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না?

P ও F এর মাঝে

F ও C এর মাঝে

C ও অসীমের মাঝে

অসীমে

৯। কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন?

দ্রুতি, বেগ

ত্বরণ, মন্দন

কাজ, ক্ষমতা

বল, ওজন