পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2021

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2021
পদার্থবিজ্ঞান - 174

১। প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুই ধাপে কত কর্মদক্ষতা?

90%

81%

80%

20%

২। কত বর্গ কি.মি. এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় 5000 MW শক্তি পাওয়া যাবে?

5

500

1000

5000

৩। নিচের কোনটি শক্তির একক?

kgms⁻¹

kgm²s

kgm²s⁻²

Jkg⁻¹K⁻¹

৪। থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায়?

যান্ত্রিক শক্তি

আলোক শক্তি

বিদ্যুৎ শক্তি

ভূতাপীয় শক্তি

৫। 1kW মোটর ব্যবহার করে 15s এ 100 kg ভরের বস্তুকে 10 m উপরে তোলা হলে শক্তির অপচয় কত?

9800 J

5200 J

1500 J

1000 J

৬। ½mv² কে নিচের কোন রূপে লেখা যায়?

mu² + W

½mu² + 2W

½mu² + W

½mu² + ½W

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


40 সে.মি ব্যাসের একটি ফাঁপা কাচের গোলককে কেটে বাহিরের পৃষ্ঠে রূপার প্রলেপ লাগিয়ে গোলীয় আয়না তৈরি করে এর প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে 15 সে.মি দূরে বস্তু রাখা হলো।

৭। গোলীয় আয়নার ফোকাস দূরত্ব কত?

40 সে.মি.

20 সে.মি.

15 সে.মি

10 সে.মি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


40 সে.মি ব্যাসের একটি ফাঁপা কাচের গোলককে কেটে বাহিরের পৃষ্ঠে রূপার প্রলেপ লাগিয়ে গোলীয় আয়না তৈরি করে এর প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে 15 সে.মি দূরে বস্তু রাখা হলো।

৮। আয়নায় গঠিত প্রতিবিম্বটি হবে-
(i) বাস্তব
(ii) উল্টো
(iii) 30 সে.মি দূরে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৯। সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান-বাম অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে?

30°

45°

60°

90°

১০। কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি?

নীল

বেগুনি

সবুজ

লাল

১১। কোনো গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধন 0.5 এবং বস্তুর দৈর্ঘ্য 2 m হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?

0.5 m

1 m

2 m

4 m

১২। এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কী বলে?

এক এম্পিয়ার

এক ভোট

এক ও´ম

এক কুলম্ব

১৩। 5 সেকেন্ড সময়ে 10 C চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত?

0.5 A

2 A

5 A

10 A

১৪। শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ কত?

3kΩ - 20kΩ

3kΩ - 30kΩ

3kΩ - 40kΩ

3kΩ - 50kΩ

১৫। নিচের কোনটির পরিবাহকত্ব বেশি?

বাতাস

হীরা

গ্রাফাইট

সোনা

১৬। ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমপাতন কত হবে?

3

10

13

16

১৭। প্রধান স্কেলের পাঠ 12 mm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.10 mm হলে পাঠ কত?

1.27 mm

12.7 cm

1.27 cm

1.29 cm

১৮। একটি ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা a, এবং ন্যূনাঙ্ক b এবং স্ক্রু পিচ c হলে নিচের কোনটি সঠিক?

abc = 1

c = ab

a = bc

b = ac

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

১৯। চিত্রে-
(i) A এবং C তে ত্বরণের মান অসমান
(ii) প্রথম 15 সে. -এ অতিক্রান্ত দূরত্ব 125 m
(iii) বস্তুটির শেষ বেগ 10 m/s

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২০। প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত?

2 m/s²

5 m/s²

0.5 m/s²

10 m/s²