পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্র SSC পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - 154

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। ই-গভর্ন্যান্স চালুর ফলে-
(i)সরকারি দপ্তরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে
(ii) সুশাসনের পথে দেশ এগিয়ে যাচ্ছে
(iii) কর্মীদের দক্ষতা বেড়েছে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২। কোনটি BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ?

মেধাস্বত্ব সংরক্ষণ

তথ্য সংরক্ষণ

কপি করতে সাহায্য কর

প্রতিলিপি তৈরি করা

৩। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন-
(i) মানবসম্পদ উন্নয়ন
(ii) জনগণের সম্পৃক্ততা
(iii) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাইয়ান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন। পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন।

৪। উদ্দীপকে উল্লিখিত দোকানের জন্য প্রয়োজন -
(i) পণ্যের ছবি
(ii) নির্দিষ্ট মার্কেট
(iii) পণ্যের ভিডিও

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাইয়ান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন। পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন।

৫। রাইয়ান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি?

ATM Card

Mobile Banking

COD

EMTS

৬। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার

এন্টি ভাইরাস ইনস্টল

টেম্পোরারি ফাইল সংরক্ষণ

ক্যাশ মেমোরির ফাইল সংরক্ষণ

৭। কম্পিউটারে “Not Enough Memory” মেসেজ দেখালে সমাধানের উপায় কী?

মনিটরের ব্রাইটনেস এবং কনট্রাস্ট ঠিক করতে হবে

পাওয়ার বাটন চালু আছে কিনা দেখতে হবে

মাদারবোর্ডে অধিক র‍্যাম ব্যবহার করতে হবে

নতুন CMOS ব্যাটারি লাগাতে হবে

৮। ভিডিও কার্যত এক ধরনের কি ?

বর্ণ

চিত্র

শব্দ

সংখ্যা

৯। আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয় ?

বিজ্ঞানীকে

শিক্ষককে

ডাক্তারকে

ইঞ্জিনিয়ারকে

১০। কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি?

রিপ্লেস ফাইন্ড

ফাইন্ড রিপ্লেস

রিপ্লেস ফাউন্ড

ফাউন্ড রিপ্লেস

১১। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?

শেইপ

বুলেট

ফ্লিপ আর্ট

ফন্ট

১২। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি?

A1 B1

A1 × B1

A1 / B1

A1 * B1

১৩। কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি?

Insert → Table → Insert Table

Insert → Table → Column

Insert → Insert Table → Table

Insert → Table → Row

১৪। ‘সেইভ এ্যাজ’এর মাধ্যমে কোনটি করা যায়?

ডকুমেন্ট সংরক্ষণ করা

নতুন ডকুমেন্ট খোলা

একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষণ করা

খোলা ডকুমেন্ট বন্ধ করা

১৫। পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কী বলে?

অ্যাংকর

রেজুলিউশন

স্ট্রোক

পিক্সেল

১৬। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কী-বোর্ড কমান্ড কোনটি?

F2

F5

F7

F9

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


২০২০ সালকে “মুজিব বর্ষ" পালনের জন্য ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো” বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তা সম্পাদনের কাজে ব্যস্ত।

১৭। উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?

পাওয়ার পয়েন্ট

প্যারাডক্স

এডোবি ইলাস্ট্রেটর

এডোবি ফটোশপ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


২০২০ সালকে “মুজিব বর্ষ" পালনের জন্য ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো” বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তা সম্পাদনের কাজে ব্যস্ত।

১৮। উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে-
(i) একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ তৈরি
(ii) প্রেজেন্টেশন তৈরি
(iii) বিভিন্ন ধরনের পোস্টার তৈরি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii