পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্র SSC পরীক্ষা বরিশাল বোর্ড 2018

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2018
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - 154

১। কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন?

চার্লস ব্যাবেজ

অ্যাডা লাভলেস

জেমস-ম্যাক্সওয়েল

বিলগেটস

২। ফেসবুক কে আবিষ্কার করেন ?

টিম বার্নাস লি

বিল গেটস

মার্ক জুকার বার্গ

স্টিভ জবস

৩। ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি ?

ই-পুর্জি

ই-ট্রেড

ই-ক্রিকেট

ই-কমার্স

৪। সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এ ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে?

ভার্চুয়াল ক্লাস

ই-লার্নিং

ই-ক্লাস

ই-টকিং

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। রায়হান একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখল যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছেনা।

৫। উক্ত কম্পিউটারে কি সমস্যা হতে পারে ?

পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়েছে

সিপিও কুলার ফ্যানটি নষ্ট হয়েছে

র‍্যামে কোন সমস্যা হয়েছে

হার্ডডিক্সে সমস্যা হয়েছে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। রায়হান একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখল যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছেনা।

৬। উক্ত কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে-
(i) র‍্যামের সংযোগগুলি ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেয়া
(ii) নতুন হার্ডডিস্ক লাগিয়ে দেয়া
(iii) নতুন র‍্যাম লাগিয়ে দেয়া

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৭। কোনটি নিজেই প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে?

ভাইরাস

অ্যান্টিভাইরাস

পাসওয়ার্ড

মাউস পয়েন্টার

৮। ইলেকট্রনিক যন্ত্রগুলি কিসের দ্বারা পরিচালিত হয় ?

সফটওয়্যার

বিদ্যুৎ

হার্ডওয়্যার

ডাটা

৯। কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন-
(i) মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা
(ii) মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা
(iii) মাঝে মধ্যে ডিস্ক ডিফ্রাগমেন্ট করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১০। বাংলাদেশের কত সালে তথ্য অধিকার আইন চালু হয় ?

১৯৭২

২০০৯

২০১১

২০১৩

১১। ডিজিটাল কনটেন্ট-এ কোন ধরনের উপকরণ বেশি থাকে?

ছবি

টেক্সট

ভিডিও

এনিমেটেড ছবি

১২। স্মার্ট ই-বুক এর বৈশিষ্ট্য হলো-
(i) কুইজসহ কুইজের উত্তর থাকে
(ii) অডিও ও ভিডিও এবং এনিমেশন থাকে
(iii) এগুলি এইচটিএমএল ফরমেটে থাকে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৩। ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে?

লাইভ ভিডিও

লাইভ ব্রডকাস্ট

ভিডিও স্ট্রিমিং

লাইভ টেলিকাস্ট

১৪। কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয়?

Open

New

Save

Save as

১৫। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কী-বোর্ডের কোন কী চাপতে হবে?

শিফট কী

কন্ট্রোল কী

এন্টার কী

ডাউন এ্যারো কী

১৬। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কী-বোর্ড কমান্ড কোনটি?

F2

F5

F7

F9

১৭। ফটোশপে কয় ধরনের টুলের ব্যবহার হয়ে থাকে ?

৫৯

৬৬

৬৯

৯৬

১৮। থাম্বনেইল অর্থ-

বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ

ছোট ছবির ক্ষুদ্র সংরক্ষণ

ছোট ছবির বড় সংরক্ষণ

ছোট ছবির আংশিক সংরক্ষণ

১৯। ফটোশপে Color Mode হচ্ছে-
(i) RGB
(ii) CMYK
(iii) Gray scale

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২০। ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হবে?

File → Group

Object → Group

Window → Group

Edit → Group

২১। মাল্টিমিডিয়ার প্রয়োগ-
(i) হিসাবের কাজকে সহজ করেছে
(ii) মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
(iii) বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করেছে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii