পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্র SSC পরীক্ষা দিনাজপুর বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - 154

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে?

Arpanet

Omninet

Ithernet

Intranet

২। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?

ই-পুর্জি

ই-পর্চা

ই-ল্যান্ড

ই-রেকর্ড

৩। অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়-
(i) ডেবিট কার্ডের মাধ্যমে
(ii) আইডি কার্ডের মাধ্যমে
(iii) ক্রেডিট কার্ডের মাধ্যমে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে-
(i) স্বাস্থ্যসেবা
(ii) মানব সম্পদ উন্নয়ন
(iii) জনগণের সম্পৃক্ততা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে ?

RAM পরিবর্তন

ROM পরিবর্তন

Power Supply পরিবর্তন

CMOS পরিবর্তন

৬। ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য?

হিউম্যান ওয়্যার

ফার্মওয়্যার

সফটওয়্যার

হার্ডওয়্যার

৭। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় -
(i) ডিস্ক ক্লিন আপ
(ii) ডিস্ক ফরমেট
(iii) ডিস্ক ডিফ্রাগমেন্ট

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৮। "তথ্য অধিকার আইন ২০০৯" এর ৭ম ধারায় কতটি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে?

২০

২৫

৩০

৩৫

৯। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে?

ওয়েব ডিজাইনিং

গ্রাফিক ডিজাইনিং

প্রোগ্রামিং

নেটওয়ার্কিং

১০। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত?

লিখিত কনটেন্ট

ছবি

শব্দ বা অডিও

অ্যানিমেশন

১১। কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কি ?

ফ্যাশন ডিজাইনার

ইন্টেরিয়র ডিজাইনার

ইংরেজি শিক্ষক

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট

১২। পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড কোনটি?

Insert → Header Footer

Home → Header Footer

Page layout → Header Footer

View → Header Footer

১৩। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?

টেবিল

ওয়ার্ড আর্ট

ক্লিপ আর্ট

ফন্ট

১৪। ইলাস্ট্রেটরে অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো-
(i) shift + ctrl চেপে O বোতামে চাপ
(ii) type মেনু থেকে create outline
(iii) shift + Alt চেপে O বোতামে চাপ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৫। ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়?

১৬। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কি ?

নীল তীর

সাদা তীর

কালো তীর

লাল তীর

১৭। এডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি?

অংকন শিল্পের কাজ

ছবি সম্পাদনার কাজ

আমন্ত্রণপত্র লেখা

ফলাফল তৈরি করা

১৮। ইন্টর অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি ?

রেডিও

ওয়েবপেজ

সিনেমা

টেলিভিশন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


  A B C
 ১  বিক্রয় মূল্য 
( টাকা ) 
 লাভের হার   বিক্রয় মূল্য 
২   ৩০০  ৫

১৯। উদ্দীপকের আলোকে "?" সেলের ঠিকানা কী?

B1

B2

C1

C2

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


  A B C
 ১  বিক্রয় মূল্য 
( টাকা ) 
 লাভের হার   বিক্রয় মূল্য 
২   ৩০০  ৫

২০। উক্ত ছেলের সঠিক সূত্র কোনটি?

(a) = A2 * B2% + A2

(b) A2 * B2% + A2

(c) = A2 * B2 + A2

(d) A2 * B2 + A2