পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
জীববিজ্ঞান - 138

১। কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত?

পেনিসিলিয়াম

প্যারামেসিয়াম

নস্টক

অ্যামিবা

২। Nymphaea nouchali কোনটির বৈজ্ঞানিক নাম?

শাপলা

কাঁঠাল

জবা

আম

৩। কোনটিকে স্টোনসেল বলা হয়?

উড প্যারেনকাইমা

ট্রাকিড

ভেসেল

স্ক্লেরাইড

৪। কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?

আম

কাঁঠাল

মেহগনি

বাঁশ

৫। কোন শর্করাটি দেহে সর্বাপেক্ষা দ্রুত শোষিত হবে?

মধু

চিনি

ভাত

আলু

৬। কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে?

Entamoeba

Mycobacterium

Helicobacter

Shigella

৭। অত্যন্ত অল্প পরিমাণে লাগে কিন্তু উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?

Zn

H

S

Mg

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


P. মায়ের রান্না করা পায়েশে কিশমিশগুলো ফুলে টসটসে হয়েছে। Q. রাতে হাসনাহেনার গন্ধে চারদিক মুখরিত। R. স্থলজ উদ্ভিদ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়।

৮। "P" প্রক্রিয়াটি-
(i) উদ্ভিদ জীবনে অতীব গুরুত্বপূর্ণ
(ii) দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে
(iii) উদ্ভিদের ক্ষেত্রে "R" প্রক্রিয়ার উপর নির্ভরশীল

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। প্রস্বেদনের পরীক্ষার উপকরণ হলো-
(i) ফানেল
(ii) সেলোফেন ব্যাগ
(iii) ক্লিপ

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

১০। HIV ক্ষতিসাধন করে -

রক্ত রসের

লোহিত রক্তকণিকার

শ্বেত রক্তকণিকার

অণুচক্রিকার

১১। মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ (বাহক নয়) । এরূপ ক্ষেত্রে তাদের সন্তানের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে?

২৫ %

৫০%

৭৫%

১০০%